For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনে বিরোধী-জোট পোক্ত করতে এনসিপি কোন পদক্ষেপ নিচ্ছে

সামনের বছরই লোকসভা ভোটের দামামা বাজতে চলেছে। তার আগে, জমি শক্ত করার লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে দেশের সমস্ত রাজনৈতিক সংগঠন।

  • |
Google Oneindia Bengali News

আগামী বছরই লোকসভা ভোটের দামামা বাজতে চলেছে। তার আগে, জমি শক্ত করার লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে দেশের সমস্ত রাজনৈতিক সংগঠন। এরমধ্যে বিরোধী জোটের জমি শক্ত করতে মাহারাষ্ট্রে রাজ ঠাকরের এম এনএসকে পাশে চাইছে শরদ পাওয়ারের এনসিপি।

২০১৯ লোকসভা নির্বাচনে বিরোধী-জোট পোক্ত করতে এনসিপি কোন পদক্ষেপ নিচ্ছে


কথায় বলে, গোবলয়ের উত্তর প্রদেশের পরই, মাহারাষ্ট্র যার দখলে থাকে, সংসদ দখলের রাস্তা সেই রাজনৈতিক দলের পক্ষে সোজা হয়ে যায়। আর সেদিক থেকে দেখতে গেলে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের প্রতিটি আসনই বেশ প্রাসঙ্গিক। এদিকে, মহারাষ্ট্রের বিজেপির সরকার থাকলেও সেখানের আঞ্চলিক দলগুলি ক্রমেই নিজেদের রাজনৈতিক জমি শক্ত করছে নির্বাচনের আগে। সেখানে বিজেপি বিরোধী হাওয়া আরও জোরদার করতে রাজ ঠাকরের এমএনএস-কে সঙ্গে চাইছে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। এদিকে, এমএনএস প্রসঙ্গ ওঠায় বেঁকে বসেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে সঞ্জয় নিরুপম জানিয়েছে, কংগ্রেসের নীতি বিরোধী কাজ করে রাজ ঠাকরের সংগঠন। ফলে এমএনএস-এর সঙ্গে যাওয়ার কোনও মানেই হয় না।

উল্লেখ্য, গত সপ্তাহে বিজেপি বিরোধী জোটের একটি বৈঠকে এমএনএস প্রসঙ্গটি ওঠে। এবিষয়ে উদ্যোগ নেয় এনসিপি। তবে কংগ্রেসের ধারণা,হিন্দি ভাষীদের নিয়ে এমএনএস-এর যা অবস্থান তাতে , এই রাজনৈতিক সন্ধি হলে, গোবলয়ের ভোটব্যাঙ্ক খানিকটা দুর্বল হতে পারে রাহুল গান্ধীর পার্টির পক্ষে। তবে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে, এই পরিস্থিতি কোন দিকে যায় তার দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

English summary
THE Congress has rejected the NCP’s proposal to include the Maharashtra Navnirman Sena (MNS) in a grand alliance ahead of the 2019 Lok Sabha and Assembly elections in Maharashtra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X