কিশোরীদের সঙ্গে নেতার উদ্দাম নাচ ! শরদ পাওয়ারের দলের নেতার কাণ্ড ভিডিওবন্দি
ভরা সভা, আর মঞ্চে শরদ পাওয়ারের এনসিরি দলের নেতা মধুকর কুকাড়ে। সেই সময়ে মঞ্চে গান চলছিল 'ও লড়কি আঁখ মারে'...। গান বাজতেই এক মুহূর্তও অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে তার তালে মাতলেন নেতা!

ততক্ষণে মঞ্চে উপস্থিত সকলেই নেতার জন্য করতালিতে উন্মত্ত। আর নাচে ততক্ষণ নেতাকে সঙ্গ দিতে মঞ্চে উঠে পড়ে কিছু স্কুল ছাত্রী। কিশোরী ওই স্কুলল ছাত্রীদের মঞ্চে পেয়ে নাচের উদ্দমে মেতে ওঠেন নেতাও। আর গোটা ঘটনার ভিডিও ক্রমেই ভাইরাল হতে শুরু করে ফেসবুকে।
#WATCH NCP MP from Bhandara-Gondiya Madhukar Kukade dances with students during a school function in Bhandara. #Maharashtra (5.1.19) pic.twitter.com/tCJJB9igxr
— ANI (@ANI) January 7, 2019
মঞ্চে নেতাদের কেবলমাত্র ভাষণ দিতেই দেখেছিল পড়ুয়ারা। কিন্তু মধুকর কুকাড়ে যে মঞ্চে গানের তালে নাচতেও পারেন , তা দেখে অবাক হয় বহু ছোট্ট পড়ুয়া। মহারাষ্ট্রের ভান্ডারা গোন্ডিয়া এলাকায় এই ঘটনা এখন ইন্টারেট-এ ক্রমেই ভাইরাল হয়ে উঠছে।