For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতির অযোগ্য! বিধায়ক পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন এনসিপি নেতা

নিজেকে রাজনীতির অযোগ্য ঘোষণা করে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের বিড জেলা থেকে এনসিপির টিকিটে নির্বাচিত বিধায়ক প্রকাশ সোলাঙ্কে।

  • |
Google Oneindia Bengali News

সোমবারই ঘটা করে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হয়েছে। আর রাতেই নিজেকে রাজনীতির অযোগ্য ঘোষণা করে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের বিড জেলা থেকে এনসিপির টিকিটে নির্বাচিত বিধায়ক প্রকাশ সোলাঙ্কে। জানিয়েছেন, দলের কোনও নেতার প্রতি তিনি অখুশি নন।

রাজনীতির অযোগ্য! মন্ত্রিসভা সম্প্রসারণের পরেই বিধায়ক পদে ইস্তফা এনসিপি নেতার

সোলাঙ্কে মাজালগাঁও আসন থেকে পরপর চারবার নির্বাচিত হয়েছিলেন। তবে সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান না পাওয়ার সঙ্গে তাঁর সিদ্ধান্তকে জুড়তে রাজি হননি পদত্যাগী বিধায়ক। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরে থাকতে চান।

নিজের পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে এনসিপি নেতাদের অবহিত করেছেন প্রকাশ সোলাঙ্কে। মঙ্গলবার বিকেলে স্পিকারের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। নিজের পদত্যাগকে মন্ত্রিসভা সম্পসারণের সঙ্গে জুড়তে রাজি হননি এই নেতা।

সোমবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। ৩৬ জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়। যেখানে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার।

English summary
NCP MLA from Maharashtra Prakash Solanke quits party after cabinet expansion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X