For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনেই মহারাষ্ট্র বিধানসভা ভোট, তার আগেই ঘর ভাঙল এনসিপির

সামনেই বিধানসভা ভোট মহারাষ্ট্রে। তার আগেই শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা।

Google Oneindia Bengali News

সামনেই বিধানসভা ভোট মহারাষ্ট্রে। তার আগেই শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা। প্রথম ধাক্কাটাই এলো এনসিপির দিকে। বৃহস্পতিবার এনসিপির মুম্বই প্রধান শচীন আহির যোগ দিলেন শিবসেনায়। উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরের উপস্থিতিতেই শিবসেনায় যোগ দেন শচীন আহির।

সামনেই মহারাষ্ট্র বিধানসভা ভোট, তার আগেই ঘর ভাঙল এনসিপির

আদিত্য ঠাকরে জানিয়েছেন শুধু শচীন আধিরই নন আরও দুই এনসিপি নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিবসেনায় যোগ দেওয়ার অর্থই হল মহাজোটের শরিক এনসিপির নেতারা বিজেপি শিবিরে ঢুকতে শুরু করেছেন। মহারাষ্ট্রও বিরোধী শূন্য করার লক্ষ্যে এগোচ্ছে গেরুয়া শিবির।

মুম্বইয়ে শচীন আধির শিবসেনায় যোগ দিয়ে বলেন, তিনি শিবসেনার নীতি এবং আদর্শে অনুপ্রাণিত হয়েই এই িসদ্ধান্ত নিেয়ছেন। মুম্বইয়ের উন্নয়নের স্বার্থে এই দলবদলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আবার জানিয়েছেন, এনসিপির মুম্বইয়ের প্রধান শিবসেনায় যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হল। তবে অন্য রাজনৈতিক দল ভাঙিয়ে জয়ের স্বপ্ন দেখে না শিবসেনা। মানুষের ভোটেই শিবসেনা জিতবে বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: রাজ্যসভায় পাস পকসো সংশোধনী বিল, শিশু নিগ্রহে ফাঁসির সাজা পাকা হওয়ার পথে][আরও পড়ুন: রাজ্যসভায় পাস পকসো সংশোধনী বিল, শিশু নিগ্রহে ফাঁসির সাজা পাকা হওয়ার পথে]

শচীন আধির শিবসেনায় যোগ দেওয়ায় ওরলি বিধানসভা কেন্দ্রে শক্তিবৃদ্ধি করবে শিবসেনা। এই কেন্দ্র থেকেই এবার আদিত্য ঠাকরের প্রতিদ্বন্দ্বিতা করার কথা। অন্যদিকে শচীনকে বাইকুল্লা কেন্দ্র থেকে টিকিট দেবে শিবসেনা। এদিকে আহির ২০১৪ সাল থেকে টানা ওরলি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এই নিয়ে তিন জন এনসিপি নেতা গত একমাসে শিবসেনায় যোগ দিলেন।

English summary
NCP Leader Sachin Ahir joined Shiv Sena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X