For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিমাসে ১০০ কোটির তোলাবাজি! টালমাটাল পরিস্থিতির মাঝে বৈঠকে মহাবিকাশ আঘাড়ি জোট

Google Oneindia Bengali News

দুর্নীতির অভিযোগে জর্জরিত মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোট সরকার। এহেন পরিস্থিতিতে জোটসঙ্গীরা এদিন নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এবং মুম্বইয়ের সদ্য প্রাক্তন হওয়া পুলিশ প্রধান পরম বীর সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এই আবহে এসব ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই বৈঠক বলে জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

তদন্তের দাবি শরদ পাওয়ারের

তদন্তের দাবি শরদ পাওয়ারের

মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক সমেত গাড়ি পাওয়ার পরই পরম বীর সিংকে অপসারিত করা হয়। যদিও এই ঘটনা এবং অভিযোগের সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছেন শরদ পাওয়ার। শরদ পাওয়ার এদিন এই ঘটনার স্বতন্ত্র তদন্তের দাবি জানান। তিনি বলেন, মুম্বই পুলিশের প্রাক্তন প্রধান জুলিও রিবেরিও এই ঘটনার তদন্ত করানো উচিত।

বৈঠকে বসছে জোট সঙ্গীরা

বৈঠকে বসছে জোট সঙ্গীরা

উল্লেখ্য, অপসারণের পর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেন। এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার দাবি তুললেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম৷ টুইট করে তিনি এই দাবি করেছেন৷ অন্য়দিকে শিবসেনার জোট সঙ্গীরাও পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে৷ এবিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে জোট সঙ্গীরা৷

প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলাবাজি!

প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলাবাজি!

কয়েকদিন আগে মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরমবীর সিংকে৷ এরপর গতকাল সেখানকার মুখ্য়মন্ত্রী উদ্ভব ঠাকরেকে একটি চিঠি লেখেন পরমবীর সিং৷ সেখানে তিনি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন৷ উদ্ভবকে পাটানো ওই চিঠিতে পরমবীর লেখেন, প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলাবাজি করেন অনিল দেশমুখ৷

প্রশ্ন উঠেছে জোটের অন্দরেই

প্রশ্ন উঠেছে জোটের অন্দরেই

ওই চিঠি প্রকাশ্য়ে আসার পর মহারাষ্ট্রের জোটের অন্দরেই প্রশ্ন ওঠে৷ জোটের এক নেতা একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বলেছেন, অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখোমুখি হতে হবে তাঁকে এবং এবিষয়ে জবাব চাওয়া হতে পারে৷ এবিষয়ে সরদ পাওয়ার জানিয়েছেন, অনিল দেশমুখের বিরুদ্ধের তদন্ত করা হতে পারে৷ পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠক ডাকা হয়েছে৷

English summary
NCP, Congress, Shiv Sena to sit in for a meeting amid allegation against Minister Anil Deshmukh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X