For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে এনসিপি-র সঙ্গে আসন সমঝোতা করে বোড়ের চাল শুরু কংগ্রেসের

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনাকে থামাতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা সেরে ফেলল কংগ্রেস ও এনসিপি।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনাকে থামাতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা সেরে ফেলল কংগ্রেস ও এনসিপি। দুটি দলই ৪০টি আসন ভাগ করে লড়াই করবে বলে জানালেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। বাকী আটটি আসন ছেড়ে রাখা হয়েছে।

মহারাষ্ট্রে এনসিপি-র সঙ্গে আসন সমঝোতা সারল কংগ্রেস

প্যাটেল বলেছেন, কংগ্রেস ও এনসিপি মিলিয়ে ৪০টি আসনে লড়বে বলে সিদ্ধান্ত হয়েছে। বাকী ৮টি আসন ছেড়ে রাখা হয়েছে। তা নিয়ে পরে সিদ্ধান্ত হবে।

উত্তরপ্রদেশের ৮০টি আসনের পরই মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৪৮টি লোকসভা আসন। কংগ্রেস ও এনসিপি কতগুলি করে আসনে লড়বে তা শীর্ষ নেতৃত্ব বসে আলোচনা করবে।

এই মুহূর্তে মহারাষ্ট্রে এনসিপি-র চারজন সাংসদ রয়েছে। বারামতী থেকে সুপ্রিয়া সুলে, কোলাপুর থেকে ধনঞ্জয় মহাদিক, সাতারা থেকে উদয়নরাজে ভোঁসলে ও মাধা থেকে বিজয়সিং মোহিতে পাটিলরা এনসিপি-র টিকিটে জিতে লোকসভায় গিয়েছেন।

মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা কী করে সেটাই দেখার। রাম মন্দির সহ বিভিন্ন ইস্যুতে সহযোগী দল শিবসেনা বারবার বিজেপির সমালোচনায় সরব হয়েছে। দুই দল জোট না বেঁধে একা লড়লে কংগ্রেস জোট অ্যাডভান্টেজে থাকবে বলে মনে করা হচ্ছে।

English summary
NCP-Congress finalise seat sharing in Maharashtra for Lok Sabha polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X