For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে খোঁচা, কেন্দ্রের বিজেপি সরকারের পতনের ছক কষতে রাস্তায় স্বয়ং 'চাণক্য'

Google Oneindia Bengali News

যে কৃষকরা দিল্লির সীমায় বসে গত ৬০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কেন প্রধানমন্ত্রী তাঁদের খোঁজ নিচ্ছেন না৷ সোমবার কৃষক আন্দোলন ইশুতে ঠিক এই ভাষাতেই নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ এদিন মুম্বইয়ের আজাদ ময়দানে কৃষকদের জমায়েতের সামনে ভাষণ দেন শরদ৷ কেন্দ্র নয়া তিনটি কৃষি আইন প্রত্য়াহার না করায় কড়া ভাষায় তার প্রতিবাদ জানান৷

শরদ পাওয়ারের কটাক্ষ

শরদ পাওয়ারের কটাক্ষ

এদিন শরদ পাওয়ার কটাক্ষ করে বলেন যে, যে কৃষকরা খোলা আকাশের নিচে আন্দোলনে শামিল হয়েছেন, তাঁরা কি পাকিস্তান থেকে এসেছেন। প্রসঙ্গত, নয়া তিন কৃষি আইনের প্রতিবাদ জানাতেই মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে মুম্বইয়ের আজাদ ময়দানে জড়ো হয়েছেন৷ একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন তাঁরা৷

রাজ্যপালের সমালোচনায় শরদ পাওয়ার

রাজ্যপালের সমালোচনায় শরদ পাওয়ার

নয়া কৃষি আইন ও কৃষক আন্দোলন ইস্যুতে মহারাষ্ট্রের রাজ্য়পাল ভগৎ সিং কোশিয়ারিরও সমালোচনা করেছেন শরদ৷ তিনি বলেন, 'মহারাষ্ট্র কোনও দিন এমন রাজ্য়পাল পায়নি৷ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দেখা করার সময় আছে তাঁর৷ কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলার সময় নেই৷ কিন্তু কৃষকদের সঙ্গে দেখা করা ও কথা বলাটা তাঁর নৈতিক কর্তব্য৷'

মুম্বইতে ১৫ হাজার কৃষক

মুম্বইতে ১৫ হাজার কৃষক

সর্বভারতীয় কৃষক সভার (এআইকেএস) মহারাষ্ট্র শাখার তরফে একটি বিবৃতি জারি জানানো হয়েছে, গত শনিবারই নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তত ১৫ হাজার কৃষক৷ রাজ্য়ের এই কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে এনসিপি, কংগ্রেস ও শিবসেনা৷

কৃষকদের প্রতিবাদ কর্মসূচি

কৃষকদের প্রতিবাদ কর্মসূচি

স্থির হয়েছে, এই তিন দলের শীর্ষস্থানীয় নেতারা কৃষকদের জমায়েতে ভাষণ দেবেন৷ মুম্বই আসার পথে কৃষকদের ফুল দিয়ে অভ্য়র্থনা জানিয়েছেন ইগতপুরী ও শাহপুরের বিভিন্ন কলকারখানার সিটু-র শ্রমিক সদস্য়রা৷ সাধারণতন্ত্র দিবস পর্যন্ত কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে৷

English summary
NCP chief Sharad Pawar snubs PM Narendra Modi on Farmers protest issue in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X