For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রেও চলছে অপারেশন লোটাসের চক্রান্ত! বিজেপির বিরুদ্ধে অভিযোগ শরদ পাওয়ারের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি জোট সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এদিন বিজেপিকে এই বিষেয়ে তুলোধনা করেন মারাঠা স্ট্রংম্যান। শরদ পাওয়ার দাবি করেন যে বিজেপির এই বিষয়টা হজম হচ্ছে না যে তারা সরকারে নেই। তাই যেন তেন প্রকারে তারা সরকার গঠনের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহারাষ্ট্রেও চলছে অপারেশন লোটাস : শরদ পাওয়ার

অপারেশন লোটাসের প্রসঙ্গ টেনে এনে শরদ পাওযার বলেন, 'দেশের অন্য জায়গাতেও একই কাজ করেছে বিজেপি। এখানেও তাই চলছে। দেবেন্দ্র ফড়নবীশ বলছেন তিনি বা তাঁর দল সরকার ফলেতে চায় না। তবে এটা মিথ্যা কথা। তাঁরা সব দিক দিয়েই সরকার ফেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

তবে এদিন বিজেপির পাশাপাশি রাহুল গান্ধীকে নিয়েও মুখ খোলেন শরদ পাওয়ার। প্রতিদিনই নিয়ম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে আক্রমণ শানাচ্ছেন রাহুল গান্ধী৷ অথচ তাঁর নিজের দল কংগ্রেসই ঘরে, বাইরে একাধিক সমস্যায় জর্জরিত৷ দলের সংগঠনের দিকে নজর না দিয়ে শুধু বিজেপি এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গেলেই কংগ্রেস হারানো জমি ফিরে পাবে কিনা, সেই প্রশ্নকরী হলে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, গান্ধীরাই কংগ্রেসকে ধরে রাখতে পারে৷ তাই তাঁদের হাতেই দলের রাশ রাখা প্রয়োজন৷ এটা পুরোপুরি কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়৷ দলের পদাধিকারীরাই সিদ্ধান্ত নেবেন৷ কিন্তু আমার মনে হয় কংগ্রেসের দায়িত্ব রাহুল গান্ধীর হাতেই তুলে দেওয়া উচিত৷

English summary
NCP Chief Sharad Pawar Alleged that bjp trying to destabalize government in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X