For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি খেল মোক্ষম ধাক্কা, মহারাষ্ট্রে জয়ী কংগ্রেস-এনসিপি, স্পষ্ট শিবসেনার অবস্থানও

ফের বিজেপি ধাক্কা খেল মহারাষ্ট্রে। বিধানসভায় শিবসেনা জবরদস্ত ধাক্কা দেওয়ার পর এবার পুর নির্বাচনে হারল বিজেপি। কংগ্রেস-এনসিপি-শিবসেনার মিলিত ধাক্কায় মেয়র পদে পরাজিত হল তারা।

  • |
Google Oneindia Bengali News

ফের বিজেপি ধাক্কা খেল মহারাষ্ট্রে। বিধানসভায় শিবসেনা জবরদস্ত ধাক্কা দেওয়ার পর এবার পুর নির্বাচনে হারল গেরুয়া শিবির। কংগ্রেস-এনসিপি-শিবসেনার মিলিত ধাক্কায় মেয়র পদে পরাজিত হল তারা। শিবসেনার সমর্থন নিয়ে কংগ্রেস ও এনসিপি জোট প্রার্থী কোলহাপুর মেয়র নির্বাচনে বিজয়ী হলেন বিজেপি প্রার্থীকে হারিয়ে।

বিজেপিকে হারিয়ে জয়ী কং-এনসিপি

বিজেপিকে হারিয়ে জয়ী কং-এনসিপি

কোলহাপুর পুর নির্বাচনে মেয়র পদে এনসিপি ও কংগ্রেস জোটের প্রার্থী হয়েছিলেন সুরমানজিরি লাটকার। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বিজেপি-তারারানী অঘাদি প্রার্থী ভাগ্যশ্রী শটেক। লাটকার বিজেপি প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। শিবসেনাও ভোট দেয় লাটকারকে।

বিজেপিকে ঝটকা শিবসেনার

বিজেপিকে ঝটকা শিবসেনার

মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে শিবসেনা। এরই মাঝে লাতকরের পক্ষে ভোট দিয়ে শিবসেনা বার্তা দিল কংগ্রেস ও এনসিপিকে। একই সঙ্গে বিজেপিকেও ঝটকা দিল আবার। শিবসেনা বুঝিয়ে দিল বিজেপির বিরুদ্ধে কংগ্রেস-এনসিপির সঙ্গে সম্মিলিতভাবে লড়তে কোনও আপত্তি নেই তাঁদের।

২৭টি পুরসভায় মেয়র পদে নির্বাচন

২৭টি পুরসভায় মেয়র পদে নির্বাচন

এই মাসে মহারাষ্ট্রে ২৭টি পুরসভায় মেয়র পদে নির্বাচন। রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে মেয়র ও ডেপুটি মেয়রদের তিন মাসের মেয়াদ বাড়ানো হয়েছিল। ২২ নভেম্বর পুরসভার মেয়র পদে বর্ধিত সময়সীমা শেষ হবে।

English summary
NCP and Congress alliance candidate have won the Mayor Post to defeat BJP. Shiv Sena also votes for Congress-NCP candidate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X