For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন ওমররা

কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার আগের দিন রাত থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছিল ন্যাশনাল কনফারেন্স নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবার মুফতিদের।

Google Oneindia Bengali News

কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার আগের দিন রাত থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছিল ন্যাশনাল কনফারেন্স নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবার মুফতিদের। ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণার পরেও তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছিল। কাশ্মীরের বাসিন্দাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং এই সিদ্ধান্ত বেআইনি দাবি করেই কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছে শনাল কনফারেন্স। শীর্ষ আদালতে তাঁরা অভিযোগ জানিয়েছে কেন্দ্রের এই ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বেআইনি।

কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

এই নিয়ে চতুর্থবার জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিযোগ জানাচ্ছেন ওমর আবদুল্লাহ। শুক্রবার কাশ্মীরি আইনজীবী শাকির শাবির ৫ অগস্ট রাষ্ট্রপতির জারি করা নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। এছাড়াও সমাজকর্মী তহসিন পুনাওয়ালা ৩৭০ ধারা প্রত্যাহারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা ঠুকেছেন। এবং কাশ্মীরে কার্ফু এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার প্রতিবাদেও আবেদন জানিয়েছেন।

এদিকে সংসদের দুই কক্ষেই বিরোধিতার অভাবে অনায়াসেই পাস হয়ে গিয়েছে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত। তার কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতির স্বাক্ষরও পাওয়া হয়ে গিয়েছে বিলের। এখন শুধু কার্যকর করার অপেক্ষা।

English summary
NC moved SC against Centre's move to scrap J&K's special status
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X