For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চিন, লাদাখ, কাশ্মীর, ৩৭০ ধারা!' ফের ফুঁসছে উপত্যকা, ফারুক আবদুল্লা-বিজেপি তরজা তুঙ্গে

Google Oneindia Bengali News

চিনের সাহায্য নিয়ে কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিজেপির তোপের মুখে পড়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লা। এবার বিজেপিকে এই ইস্যুতেই পাল্টা আক্রমণের পথে হাঁটল ন্যাশনাল কনফারেন্স। পাশাপাশি ফারুক আবদুল্লার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে বলেও দাবি করে দল।

চিনের আগ্রাসনকে ন্যায়সঙ্গত বলেন ফারুক

চিনের আগ্রাসনকে ন্যায়সঙ্গত বলেন ফারুক

বিজেপির হয়ে সোমবার ফারুক আবদুল্লাকে আক্রমণ করেছিলেন সম্বিত পাত্র। তিনি ফারুকের মন্তব্য প্রসঙ্গে বলেন, 'এটা দুঃখজনক এবং একই সঙ্গে উদ্বেগজনক। একজন সাংসদ দেশ সম্পর্কে এই ধরনের কথা বলছেন। ওঁর দাবি, সংসদে ৩৭০ ধারা বিলোপ করার সিদ্ধান্ত হওয়ার ফলে চিন অসন্তুষ্ট হয়েছে। এইভাবে তিনি চিনের আগ্রাসনের পক্ষে যুক্তি দেখাচ্ছেন। চিনের সীমান্ত বাড়ানোর প্রবণতাকে ন্যায়সঙ্গত বলে মনে করছেন।'

ফারুক আবদুল্লা রাষ্ট্রদ্রোহী

ফারুক আবদুল্লা রাষ্ট্রদ্রোহী

এরপর ফারুক আবদুল্লাকে আরও আক্রমণ করে সম্বিত পাত্র বলেছিলেন, 'যদি ভারতের গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে ফারুক আবদুল্লার মনে সংশয় থেকে থাকে তাহলে তা নিয়ে তিনি আপত্তি জানাতেই পারেন। তবে কোনও কিছুকে পুনর্বহাল করতে অন্য দেশের সঙ্গে হাত মেলানোটা নিন্দাজনক এবং সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর আগেও ফারুক বলেছিলেন কাশ্মীর যদি চিনের সঙ্গে হাত মেলায় তাহলেই ঠিক হয়।'

ন্যাশনাল কনফারেন্সের দাবি

ন্যাশনাল কনফারেন্সের দাবি

এদিকে সম্বিতের এহেন ঝাঁঝালো আক্রমণকে প্রতিহত করে ন্যাশনাল কনফারেন্সের দাবি, ফারুক আবদুল্লা কোনও ভাবেই ৩৭০ ধারা পুনর্বহাল করার ক্ষেত্রে চিনের সঙ্গে হাত মেলানোর কথা বলেননি। বিজেপি তাঁর বক্তব্কে ভুল ভাবে পেশ করছে। কাশ্মীরের ক্ষেত্রে এই সাংবিধানিক বদল কেউই মেনে নিতে পারছে না। এবং এই বিষয় নিয়ে ফারুক আবদুল্লা গত একবছর ধরেই সরব।

'যতদিন না কাশ্মীরে ৩৭০ ধারা পুনর্বহাল করা হবে ততদিন...'

'যতদিন না কাশ্মীরে ৩৭০ ধারা পুনর্বহাল করা হবে ততদিন...'

ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র এই বিষয়ে বলেন, 'আমাদের নেতা ফারুক আবদুল্লা কখনই এটা বলেননি যে চিনের সাহায্য নিয়ে কাশ্মীরে ফের ৩৭০ ধারা বহাল করা হবে। বিজেপি নেতা সম্বিত পাত্র এসব নিয়ে জলঘোলা করছেন এবং মানুষকে ভুল বোঝাচ্ছেন। ৩৭০ ধারা যতদিন না কাশ্মীরে পুনর্বহাল করা হবে ততদিন আমরা থামব না। এই ইস্যুটি এখন জনসমক্ষে এসে গিয়েছে। আমরা আল্লাহর থেকে এই আন্দোলনের জন্যে শক্তি চাইছি।'

কী বলেছিলেন ফারুক আবদুল্লা?

কী বলেছিলেন ফারুক আবদুল্লা?

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে লাদাখ সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমানায় বার বার চিনা সেনারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। লাদাখ সীমান্তের এই পরিস্থিতির জন্য ৩৭০ ধারা বাতিলকে দায়ী করেছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লা।

জিনপিংকে ভারতে ডেকেছিলেন মোদী

জিনপিংকে ভারতে ডেকেছিলেন মোদী

এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'চিন কখনওই ৩৭০ ধারা বাতিল করে দেওয়া মেনে নিতে পারেনি। আমি আশা করি তাঁদের সহযোগীতায় উপত্যকায় আবার ৩৭০ ধারা লাগু করা হবে।' মোদীকে কটাক্ষ করে আবদুল্লা আরও বলেছিলেন, 'আমি চিনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাইনি। প্রধানমন্ত্রী তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি তাঁকে চেন্নাইয়ে নিয়ে গিয়ে তিনি একসঙ্গে খাবারও খেয়েছেন।'

<strong>ঘরে আটকে পড়া 'হাতি' চিনের বিরুদ্ধে দিল্লি-ওয়াশিংটন জোট, বিশেষ বার্তা আমেরিকার<br></strong>ঘরে আটকে পড়া 'হাতি' চিনের বিরুদ্ধে দিল্লি-ওয়াশিংটন জোট, বিশেষ বার্তা আমেরিকার

English summary
NC, Farooq Abdullah and BJP snubs each other regarding article 370, Ladakh, China, LAC border issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X