For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট শুরুর মুখে মাও হামলায় রক্ত ঝরল ঝাড়খণ্ডে! তিন পুলিশ নিহত, উত্তপ্ত এলাকা

ভোটের আগে হঠাৎ উত্তাপ ছড়াল নকশাল হামলায়। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় নকশাল হামলায় কমপক্ষে তিনজন পুলিশ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগে হঠাৎ উত্তাপ ছড়াল নকশাল হামলায়। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় নকশাল হামলায় কমপক্ষে তিনজন পুলিশ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ এই 'আশ্চর্য মাওবাদী' হামলার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর বলে জানা গেছে। উল্লেখ্য, আর সাতদিন পরেই ভোট এই রাজ্যে।

ভোটের আগে মাও হামলায় রক্ত ঝরল ঝাড়খণ্ডে! ৩ পুলিশ নিহত

ঝাড়খণ্ডে এই বছর জুন মাসে নকশালদের হাতে পাঁচ পুলিশ আধিকারিক খুন হন। তাঁদের গুলি করে হত্যা করা হয়। সশস্ত্র মাওবাদীরা এদিনও পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই গুলিতে তিন পুলিশ ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে একজন জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রাজ্যের বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে মাওবাদী হামলা হওয়ায় প্রশাসন তটস্থ। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। রঘুবার দাসের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড প্রশাসন এই হামলার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে। নির্বাচন শুরুর আগে মাওবাদী হিংসার ঘটনায় উত্তেজনা চরমে রাজ্যে।

বৃহস্পতিবার লাতেহার থেকে বিজেপির নির্বাচনী প্রচার শুরুর সময় বিজেপি সভাপতি অমিত শাহ এক সমাবেশে বলেছিলেন, রাজ্য সরকার মাওবাদীদের উপর মারাত্মক আঘাত হানতে সফল হয়েছে। রাজ্য থেকে মাওবাদীরা বিজেপির শাসনামলে পাত্তাড়ি গুটিয়েছে। আর ঠিক তার অদ্যাবধি পরেই মাও নিশানায় প্রাণ গেল তিন পুলিশের।

English summary
Three police personnel were killed and one critically injured in a naxal attack. Naxal attack carried out in the Latehar district of Jharkhand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X