For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিমরা জোট বাঁধলেই বিজেপি শেষ! পালানোর পথ পাবে না, প্রচারে বেলাগাম সিধু

লোকসভা নির্বাচনের প্রচার-যুদ্ধ যত জমে উঠছে, ততই বিতর্কিত মন্তব্যে পাহাড় তৈরি হচ্ছে। এবার এই পর্বতপ্রমাণ বিতর্কিত মন্তব্যের তালিকায় সংযোজন হল আর একটি নাম- তিনি নভজ্যোৎ সিং সিধু।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের প্রচার-যুদ্ধ যত জমে উঠছে, ততই বিতর্কিত মন্তব্যে পাহাড় তৈরি হচ্ছে। এই 'অসুখ' থেকে বাদ পড়ছেন না কেউই। এবার এই পর্বতপ্রমাণ বিতর্কিত মন্তব্যের তালিকায় সংযোজন হল আর একটি নাম- তিনি নভজ্যোৎ সিং সিধু। তিনি বরাবরই বিতর্কিত চরিত্র। এবার লোকসভা ভোটের মুখেও তাঁর বহিঃপ্রকাশ ঘটল।

মুসলিমদের আহ্বান সিধুর

মুসলিমদের আহ্বান সিধুর

ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে মুসলিমদের আহ্বান করলেন সিধু। এবার তিনি বলে বসলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি পগার পার হয়ে যাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না, ভোট প্রচারে গিয়ে এমনই বার্তা দিলেন নভজ্যোৎ সিং সিধু।

সমস্ত মুসলিম একজোট হোন

সমস্ত মুসলিম একজোট হোন

বিহারের বলরামপুরে একটি জনসভায় সিধু বলেন, সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপিকে বিদায় ঘণ্টা বেজে যাবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।

৬২ শতাংশ মুসলিম ভোটার

৬২ শতাংশ মুসলিম ভোটার

তাঁর কথায়, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিতে বিদায় দিন।

মায়াবতীর মন্তব্যেও বিতর্ক

মায়াবতীর মন্তব্যেও বিতর্ক

এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে এমনই এক মন্তব্য করে বসেন মায়াবতী। বিএসপি নেত্রী মুসলিমদের একত্রিত হতে বলেন বিজেপির বিরুদ্ধে। তারপরও কম বিতর্ক হয়নি। ফের সিধুর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। উল্লেখ্য, সিধু কংগ্রেসের তারকা প্রচারকদের মধ্যে অন্যতম। তাঁর বিতর্কিত মন্তব্যে কংগ্রেসও বিপাকে।

English summary
Congress’s star campaigner Navjyot Singh Sidhu advices Muslims to be united to defeat BJP. He seems if Muslims are united BJP would be lost,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X