For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘ কাটছে পাঞ্জাব কংগ্রেসের, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মন বদলাচ্ছেন সিধু

মেঘ কাটছে পাঞ্জাব কংগ্রেসের, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মন বদলাচ্ছেন সিধু

Google Oneindia Bengali News

পাঞ্জাব কংগ্রেসের সকটের মেঘ কাটতে চলেছে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী চান্নির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে সিধুর। পাঞ্জাব কংগ্রেসের প্রধানের পদে থেকে যেতে পারেন তিনি। কংগ্রেস হাইকমান্ড এখনও পর্যন্ত সিধুর পদত্যাগ পত্র গ্রহন করেননি। তিন ঘণ্টা ধরে সিধুর সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী চান্নি। তারপরেই শোনা যাচ্ছে সিধু পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকতে রাজি হয়েছেন।

চান্নির সঙ্গে সিধুর বৈঠক

চান্নির সঙ্গে সিধুর বৈঠক

সকলকে চমকে গিয়েই পাঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নভজ্যোত সিং সিধু। হঠাৎ করে সিধুর এই পদক্ষেপে চমকে গিয়েছিল হাইকমান্ড। সিধুর সমর্থনে চান্নি সরকারের মন্ত্রিসভার ৩ মন্ত্রি পদত্যাগ করেন। তারপরেই তীব্র সংকট তৈরি হয় পাঞ্জাব কংগ্রেসে। শেষে ময়দানে নামেন মুখ্যমন্ত্রী। তিনি সিধুর মান ভঞ্জনে অবতীর্ণ হন। বৃহস্পতিবার প্রায় ৩ ঘণ্টা ধরে সিধুর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন চান্নি। সেই বৈঠকেই মিলেছে ইতিবাচক সাড়া। সূত্রের খবর পাঞ্জাবের কংগ্রেস সভাপতি পদে থাকতে সম্মতি জানিয়েছেন সিধু। যদিও সিধু নিজে কিছু জানাননি।

 কেন রাগ সিধুর

কেন রাগ সিধুর

সিধুর হঠাৎ করে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার নেপথ্যে একাধিক ফ্যাক্টর কাজ করেছে বলে মনে করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি হলেও তাঁর পছন্দের কোনও মন্ত্রীকে চান্নির মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়নি। এমনকী পাঞ্জাবের পুলিশ প্রধান এবং অ্যাডভোকেট জেনালের নিয়োগের ক্ষেত্রেও সিধুর কোনও মতামত নেওয়া হয়নি। তাতেই প্রবল ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। সূত্রের খবর চান্নির সঙ্গে আলোচনায় সিধুর একটি শর্ত মেনে নিয়েছেন তিনি। তারপরেই বরফ গলেছে। দিল্লিতে সকথা জানানোও হয়েছে।

 অমরিন্দরে নারাজ সিধু

অমরিন্দরে নারাজ সিধু

পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই অমরিন্দরের সঙ্গে প্রবল বিরোধে জড়িয়েছিলেন সিধু। অমরিন্দরের বিরুদ্ধে একাধিক বিধায়ককে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে সিধুর বিরুদ্ধে।শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর। তারপরেই হঠাৎ করে সিধুর পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া নিজে জল্পনা শুরু হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন সিধু। এবং অমরিন্দরের বিরোধিতায় রাহুল ও প্রিয়াঙ্কারও মদত ছিল বলে সূত্রের খবর।

 কোন দলে অমরিন্দর

কোন দলে অমরিন্দর

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর অমরিন্দর সিংয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর অমিত শাহের সঙ্গে দেখা করেছেন তিিন। সূত্রের খবর অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেছেন অমরিন্দর সিং। শোনা যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন। এদিকে আবার অমরিন্দর নিজে দাবি করেছেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না

English summary
Punjab congress chief crisis update news in brief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X