For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিভি অনুষ্ঠানের পর কি এবার কংগ্রেস থেকে নাম কাটা যাবে সিধুর! কী চলছে পঞ্জাবে

পুলওয়ামা হামলার পর কংগ্রেস মন্ত্রী নভজ্যোত সিং সিধু কিছু মন্তব্য করেন। যা নিয়ে সারা দেশে উত্তেজনা তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলার পর কংগ্রেস মন্ত্রী নভজ্যোত সিং সিধু কিছু মন্তব্য করেন। যা নিয়ে সারা দেশে উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেস বিরোধীরা, বিশেষ করে বিজেপি সিধুর সমালোচনায় সরব হয়েছে। পঞ্জাবে বিজেপির সঙ্গী শিরোমনি অকালি দলও এদিন সিধুর বিরুদ্ধে রাজ্য বিধানসভায় সরব হয়েছে।

এদিন পঞ্জাব বিধানসভায় বাজেট পেশ হওয়ার ছিল। বিক্ষোভ দেখিয়ে সভা মুলতুবি করার চেষ্টা করে অকালি দল। দলের তরফে বিক্রম সিং মাজিথিয়া বিক্ষোভে নেতৃত্ব দেন। সিধুকে তীব্র আক্রমণ করেন তিনি। অকালি দলের বিধায়করা কালো রিবন বেঁধে বিধানসভায় বিক্ষোভ দেখান।

মাজিথিয়ার বিক্ষোভ

মাজিথিয়া বলেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পুলওয়ামায় হামলার নিন্দা করে রেজোলিউশন পাশ করেছেন। অথচ তাঁরই মন্ত্রিসভার সদস্য পাকিস্তানের স্তূতি করে চলেছেন। তার বিরুদ্ধে রেজোলিউশন আনতে চেয়েছিলাম আমরা। তবে অনুমতি দেওয়া হয়নি। এখানই যদি অনুমতি না পাই তাহলে কোথায় গিয়ে কথা বলব?

বাদলের সমালোচনা

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল বলেছেন, পাকিস্তান নিয়ে বক্তব্যের জন্য কংগ্রেস দল থেকে সিধুকে ছেঁটে ফেলা উচিত। মামলা হওয়া উচিত এমন ব্যক্তিদের বিরুদ্ধে যাঁরা দেশ বিরোধী বক্তব্য রাখছে।

সিধু নিজের বক্তব্যে অটল

এদিনের বিক্ষোভের পরও সিধু নিজের মন্তব্য থেকে সরে আসেননি। তিনি বলেন, আমার জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। সন্ত্রাসবাদকে বরদাস্ত করা হবে না। যাঁরা দোষী তাদের শাস্তি দিতে হবে।

বিজেপিকে দোষ

এরপর বিজেপিকে দুষে সিধু আরও বলেন, কান্দাহার বিমান অপহরণের ঘটনায় যুক্তদের কারা ছেড়েছিল? কার দায়িত্ব ছিল সেটা? কেন এই ঘটনার চিরস্থায়ী সমাধান বেরোবে না?

English summary
Navjot Singh Sidhu may face actions after his Pulwama comment on Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X