For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে হামলা নিয়ে মুখ খুললেন নভজ্যোত সিং সিধু

এটা নিন্দনীয়। কাপুরুষোচিত হামলা। এর স্থায়ী সমাধান হওয়া উচিত বলে প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা তথা পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু।

  • |
Google Oneindia Bengali News

এটা নিন্দনীয়। কাপুরুষোচিত হামলা। এর স্থায়ী সমাধান হওয়া উচিত বলে প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা তথা পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু। তাঁর কথায়, জওয়ানরা কতদিন তাদের জীবন বলিদান দেবেন? কতদিন এই রক্তপাত চলবে? যারা এটা করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন সিধু।

কাশ্মীরে হামলা নিয়ে মুখ খুললেন নভজ্যোত সিং সিধুকাশ্মীরে হামলা নিয়ে মুখ খুললেন নভজ্যোত সিং সিধু

সিধুর মতে, একে অপরকে দোষারোপ করেও সমস্যার সমাধান হবে না। অর্থাৎ দুই দেশকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ঘটনা হল, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বন্ধু ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে সেদেশের সেনাপ্রধান ওমর বাজওয়ার সঙ্গে কোলাকুলি করে একরাশ বিতর্ক মাথায় করে ফেরেন সিধু। যে পাকিস্তানি সেনা সীমান্তে ভারতীয়দের খুন করছে, জঙ্গি ঢুকিয়ে ভারতকে অশান্ত করতে চাইছে, তাদের প্রধানের সঙ্গে কোলাকুলি দেশ ভালোভাবে নেয়নি।

যদিও সিধু তা পাত্তা না দিয়ে কর্তারপুর করিডোর উদ্বোধনের অনুষ্ঠানের সময় ফের সমস্ত গঞ্জনা ও বাধা উপেক্ষা করে পাকিস্তানে পৌঁছে যান। সেবারও পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হন সিধু। যা নিয়েও বিতর্ক হয়।

আর এদিন জঙ্গি হামলায় ঘটনায় নিন্দা করলেও পাকিস্তানকে তোপ দেগে একটা কথাও বলেননি তিনি। সেদেশে বন্ধু ইমরান খানের সরকার রয়েছে। তাঁর প্রতিও কোনও বার্তা দেননি কংগ্রেসের এই সাংসদ। যা দেখে ফের অনেকেই বিস্মিত হয়েছেন।

English summary
Navjot Singh Sidhu condemns Pulwama attack but hasn't criticised Pakistan for this act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X