For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার মাস বিধায়ক ভাতা পাননি বলে অভিযোগ নভজ্যোত সিং সিধুর

চার মাস বিধায়ক ভাতা পাননি বলে অভিযোগ নভজ্যোত সিং সিধুর

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরের জুলাই মাসে পাঞ্জাবের ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়েছিলেন কংগ্রেস মন্ত্রী নভজ্যোত সিং সিধু। কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। পুলওয়ামায় হামলার পর সিধু পাকিস্তানকে নিরীহ দেশ বলে সার্টিফিকেট দিলে, তার পাক প্রেম নিয়ে গোটা দেশ জুড়ে তাঁর বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

চার মাস বিধায়ক ভাতা পাননি বলে অভিযোগ নভজ্যোত সিং সিধুর


একই সাথে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে তার কিছু দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এতকিছুর পর পাঞ্জাবের মন্ত্রিপদ থেকেও ইস্তফা দেন নভজ্যোত সিং সিধু। পদত্যাগের পর থেকে বিধায়ক ভাতা ও অন্যান্য পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেন সিধু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং গত ২০শে জুলাই সিধুর পদত্যাগপত্র গ্রহণ করেছিন। তারপর রাজ্য মন্ত্রী সভার অর্থ বিভাগ জুলাইয়ের মাত্র ২০ দিনের জন্য সিধুর বেতন অনুমোদিত করে। কিন্তু পদত্যাগের চারমাস ২২ দিন কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত সিধু একটি টাকাও পাননি বলে অভিযোগ।

পাঞ্জাব বিধানসভা সূত্রে খবর, বিধায়কের আবাসন, পেট্রল ও ফোনের খরচ এবং একটি সরকারী যান ছাড়াও সিধু ইতিমধ্যেই ৮৫,০০০ টাকা পেয়েছেন। প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু গতবছর অমৃতসর রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত যত্ন সহ তাদের সরকারি চাকরি দেওয়ার ও আশ্বাস দিলেও তারা এখনো কিছুই পাননি বলে পাল্টা অভিযোগ ও উঠে এসেছে বলে জানা যাচ্ছে।

English summary
passed the cabinet for four months, Navjot Singh Sidhu did not receive the legislative allowance,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X