For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের তালিকা থেকে বাদ! কর্তারপুরের জন্য এবার সরাসরি সিধুকে আমন্ত্রণ ইমরানের

কর্তারপুর করিডর উদ্বোধন নিয়ে এবার ইমরান খানের থেকে সরাসরি আমন্ত্রণ গ্রহণ করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু।

  • |
Google Oneindia Bengali News

কর্তারপুর করিডর উদ্বোধন নিয়ে এবার ইমরান খানের থেকে সরাসরি আমন্ত্রণ গ্রহণ করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। এর আগে তিনি কংগ্রেসে একঘরে হয়ে গিয়েছিলেন। এবং কংগ্রেসের প্রতিনিধিদলের তালিকায় তাঁর নাম ছিল না।

কংগ্রেস তালিকা বাদ! কর্তারপুরের জন্য এবার সরাসরি সিধুকে আমন্ত্রণ ইমরানের

কর্তারপুর নিয়ে সিধুর মান বাঁচাল পাকিস্তান। কংগ্রেসের প্রতিনিধিদলের তালিকায় তাঁর নাম না থাকলেও তাঁকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং। এর আগে পাকিস্তানের সেনেটর জাভেদ খান ইমরান খানের নির্দেশে সিধুকে ফোন করেন। এরপরেই সিধুকে ৯ নভেম্বরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

এদিকে এরই মধ্যে ভারতের তরফে ৫৭৫ জন পূণ্যার্থীর তালিকা পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পূণ্যার্থীরা জাঠা করে কর্তারপুর করিডর দিয়ে পাকিস্তানের গুরুদ্বার কর্তারপুর সাহিব-এ যাবেন।

সূত্রের খবর অনুযায়ী, ভারতের প্রতিনিধিদলের তালিকায় নাম রয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় মন্ত্রী রহদীপ পুরি, হরসিমরাত কাউর বাদল, পঞ্চাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এছাড়াও তালিকায় রয়েছেন বহু সাংসদ এবং বিধায়ক। কংগ্রেস দেওয়া তালিকা থেকে সিধুর নাম বাদ পড়েছিল।

গতবছর কর্তারপুরের অনুষ্ঠানে সিধু নিজের চেষ্টায় গিয়েছিলেন। অনুষ্ঠানে গিয়ে ইমরানের প্রশংসা করেছিলেন তিনি। বলেছিলেন ইমরানের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই সফরে সিধুর সঙ্গে খালিস্তানপন্থী গোপাল সিং চাওলার সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চাওলা পাকিস্তানে থাকেন। যিনি কট্টর ভারত বিরোধী হিসেবে পরিচিত। গোপাল সিং চাওলাকে জঙ্গি নেতা হাফিজ সইদের সঙ্গেই দেখা গিয়েছে।

এর আগে সিধু ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। যা নিয়ে ভারতে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল।

English summary
কংগ্রেস তালিকা বাদ! কর্তারপুরের জন্য এবার সরাসরি সিধুকে আমন্ত্রণ ইমরানের
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X