For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ে ৩৫ দিন পর খোঁজ মিলল নিখোঁজ শ্রমিকদের কঙ্কালের

মেঘালয়ে অবশেষে ৩৫ দিন পরে ডুবুরিরা অনেক গভীরে দেখা পেলেন অনেকগুলি কঙ্কালের।

  • |
Google Oneindia Bengali News

মেঘালয়ে অবৈধ খনিতে কয়লা তুলতে নেমে তলিয়ে গিয়েছিলেন ১৫ জন শ্রমিক। তারপরে হাজারো চেষ্টা করেও খোঁজ মিলছিল না কারও। অবশেষে ৩৫ দিন পরে ডুবুরিরা অনেক গভীরে দেখা পেলেন অনেকগুলি কঙ্কালের। ফলে ধরেই নেওয়া হচ্ছে, আর একজনেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই। সকলেই মারা গিয়েছেন।

মেঘালয়ে ৩৫ দিন পর খোঁজ মিলল নিখোঁজ শ্রমিকদের কঙ্কালের

পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের কোলে এই কয়লা খনিতে গতমাসের ১৩ তারিখ থেকে শ্রমিকরা আটকে পড়েছিলেন। এরপরে বেশ কয়েকদিন গড়িমসি করার পরে উদ্ধারকারী দল কাজে নামে। রাজ্য সরকার তো বটেই, কেন্দ্রও উদ্ধারকারী দল পাঠায়। তবে পাশের নদী থেকে জল খনির দেওয়ার ভেঙে ভিতরে ঢুকে পড়ায় কারও খোঁজ মিলছিল না।

বেশ কয়েকদিন পরে জল বের করা শুরু হয়। শক্তিশালী পাম্প দিয়ে কয়েক কোটি লিটার জল তুলে ফেলার পর এতদিনে কতগুলি নরকঙ্কালের খোঁজ পেলেন ডুবুরিরা। আজকের মধ্যেই সেই কঙ্কালের কাছাকাছি পৌঁছে যাবেন তাঁরা।

ডুবুরিরা জানাচ্ছেন, খনির জলে সালফারের মাত্রা অনেক বেশি। যার ফলে দেহ তাড়াতাড়ি পচন ধরে কঙ্কাল বেরিয়ে যায়। এক্ষেত্রেও সেটা হয়ে থাকতে পারে।

এদিন সকালে ২০০ ফুট গভীরে উদ্ধারকারীরা একটি দেহ দেখতে পান। তারপর আরও তল্লাশিতে এতগুলি নরকঙ্কাল চোখে পড়েছে তাঁদের।

গত ১৩ ডিসেম্বর মোট ২০ জন শ্রমিক খনিতে কাজ করতে ঢুকেছিলেন। পাশের নদীর জল আচমকা ভিতরে চলে এলে সকলে আটকে পড়েন। তার মধ্যে ৫ জন বেরিয়ে আসতে পারলেও বাকী ১৫ জন ভিতরেই আটকে পড়েন। এখন মনে করা হচ্ছে কেউই আর বেঁচে নেই।

English summary
Naval divers spot skeletons during search for trapped miners in Meghalaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X