For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে আক্রান্ত কি না জানতে কোথায় যাবেন জানেন? একনজরে পরীক্ষা কেন্দ্রের তালিকা

Google Oneindia Bengali News

দেশের সর্বত্রই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে। এখনও পর্যন্ত দেশে ১১০ জনের বেশি এই সংক্রমণে আক্রান্ত বলে জানা গিয়েছে। মারা গিয়েছেন ২ জন। এদিকে আশঙ্কার মধ্যেই করোনা নিয়ে জল্পনা ও গুজব রটেছে বিস্তর। এরই মধ্যে ঠান্ডা কাশি লাগলে আপনি করোনায় আক্রান্ত কী না পরীক্ষা করতে কোথায় যাবেন...

উত্তর ভারত

উত্তর ভারত

পাঞ্জাব :

পাঞ্জাবের সরকারি মেডিকেল কলেজ, পতিয়ালা
সরকারী মেডিকেল কলেজ, অমৃতসর

চন্ডীগড় :

মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের স্নাতকোত্তর ইনস্টিটিউট, চন্ডীগড়

দিল্লি :

অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস, দিল্লি
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, দিল্লি

হরিয়ানা :

বিডি শর্মা পোস্ট স্নাতক ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্স, রোহতক
বিপিএস সরকারী মেডিকেল কলেজ, সোনিপত

হিমাচলপ্রদেশ :

ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ, সিমলা
ডাঃ রাজেন্দ্র প্রসাদ সরকার মেডিকাল কলেজ, টান্ডা

জম্মু ও কাশ্মীর :

শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, শ্রীনগর
সরকারি মেডিকেল কলেজ, জম্মু

উত্তরপ্রদেশ :

কিংস জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়, লখনউ
ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী
জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ, আলিগড়

উত্তরাখণ্ড :

সরকারি মেডিকাল কলেজ, হল্দওয়ানি

মধ্য ভারত

মধ্য ভারত

মধ্যপ্রদেশ :

অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস, ভোপাল
উপজাতীয় স্বাস্থ্য জাতীয় গবেষণা ইনস্টিটিউট (এনআইআরটিএইচ), জবলপুর

ছত্তিসগড় :

অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস, রায়পুর

দক্ষিণ ভারত

দক্ষিণ ভারত

অন্ধ্রপ্রদেশ :

শ্রী ভেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, তিরুপতি
অন্ধ্র মেডিকেল কলেজ, বিশাখাপত্তনম

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ:

জিএমসি, অনন্তপুর
আঞ্চলিক মেডিকেল গবেষণা কেন্দ্র, পোর্ট ব্লেয়ার

কর্নাটক :

বেঙ্গালুরু মেডিকেল কলেজ ও গবেষণা ইনস্টিটিউট, বেঙ্গালুরু
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ফিল্ড ইউনিট বেঙ্গালুরু
মহীশূর মেডিকেল কলেজ ও গবেষণা ইনস্টিটিউট, মহীশূর
হাসান ইনস্টিটিউট মেড অফ সায়েন্স, হাসান, কর্নাটক
শিমোগা ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্স, শিবমোগগা, কর্নাটক

কেরল :

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ফিল্ড ইউনিট
সরকারি মেডিকেল কলেজ, তিরুবনন্তপুরম
সরকারি মেডিকেল কলেজ, কোঝিকোড়ে

পুদুচেরি :

জওহরলাল স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পুদুচেরি

তামিলনাড়ু :

কিংস ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, চেন্নাই
সরকারি মেডিকেল কলেজ, থেনি

তেলাঙ্গানা :

গান্ধী মেডিকাল কলেজ, সেকান্দারবাদ

পূর্ব ভারত

পূর্ব ভারত

অসম :

গৌহাটি মেডিকেল কলেজ, গুয়াহাটি
আঞ্চলিক মেডিকেল গবেষণা কেন্দ্র, ডিব্রুগড়

বিহার :

রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, পাটনা

ঝাড়খণ্ড :

এমজিএম মেডিকেল কলেজ, জামশেদপুর

মেঘালয় :

স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, এনইআইজিআরআই, শিলং

মণিপুর :

জেএন ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্স হাসপাতাল, ইম্ফল

ওড়িশা :

আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র, ভুবনেশ্বর

ত্রিপুরা :

সরকারি মেডিকেল কলেজ, আগরতলা

পশ্চিমবঙ্গ :

ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা এবং এন্টারিক ডিজিজ, কলকাতা
আইপিজিএমইআর, কলকাতা

পশ্চিম ভারত

পশ্চিম ভারত

গুজরাত :

বিজে মেডিকেল কলেজ, আহমেদাবাদ
এম.পি.শাহ সরকারি মেডিকেল কলেজ, জামনগর

মহারাষ্ট্র :

ইন্দিরা গান্ধী সরকারী মেডিকেল কলেজ, নাগপুর
সংক্রামক রোগের জন্য কাস্তুরবা হাসপাতাল, মুম্বই

রাজস্থান :

সওয়াই মন সিং, জয়পুর
এসএসএন মেডিকেল কলেজ, যোধপুর
ঝালাওয়ার মেডিকেল কলেজ, ঝালাওয়ার
এসপি মেডিকাল কলেজ, বিকানের

English summary
nationwide Coronavirus testing centers including West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X