For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত মাতা কি জয় বললেই জাতীয়তাবাদ বোঝায় না', ভেঙ্কাইয়া নাইডুর কণ্ঠে নিয়ে কোন সুর

ভোটযুদ্ধ ঘিরে রীতিমক সরগরম দেশ। এর মাঝে 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে মুখ খুলে জাতীয়তাবাদ সম্পর্কে বক্তব্য রাখেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

  • |
Google Oneindia Bengali News

ভোটযুদ্ধ ঘিরে রীতিমক সরগরম দেশ। এর মাঝে 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে মুখ খুলে জাতীয়তাবাদ সম্পর্কে বক্তব্য রাখেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তিনি জানান, 'শুধুমাত্র ভারত মাতা কি জয় বললেই জাতীয়তাবাদ দেখানো হয়ে যায় না। সবার জয় হো , কথাতেই প্রকাশ পায় দেশপ্রেম।..'

ভারত মাতা কি জয় বললেই জাতীয়তাবাদ বোঝায় না, ভোটের আগে ধর্মগত ভেদ নিয়ে ভেঙ্কাইয়া নাইডুর কণ্ঠে কোন সু

এদিন বিজেপির প্রাক্তন নেতা তথা দেশের উপ রাষ্ট্রপতি বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, 'যদি মানুষকে ধর্ম, জাতি, শহুরে না গ্রাম্য, তার ভেদে বিচার করা হয় , তাহলে তুমি ভারত মাতা কি জয় বলছ না।' দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে 'নতুন ভারত ' সম্পর্কে এক আলোচনা সভায় যোগ দিয়ে এমনই দাবি করেন উপরাষ্ট্রপতি। উল্লেখ্য, দেশের একাধিক জায়গায় জাতীয়তাবোধের প্রশ্নে 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বহু সময় বিতর্ক তৈরি হয়েছে। যা উস্কে দেওয়ার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের তরফেই।'

বহুবার দক্ষিণপন্থী রাজনীতি ও পদ্মশিবিরের রাজনীতিতে 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বহুবার বহু প্রসঙ্গ উঠে এসেছে। এদিন, 'নতুন ভারত' সম্পর্কে বলতে গিয়ে বেঙ্কাইয়া নাইডু বলেন, ঐতিহ্যের মূল্যবোধকে গুরুত্ব দাও। নেতিবাচকতাকে উড়িয়ে দাও।পাশাপাশি তিনি শান্তির পক্ষে বার্তা দেন।

English summary
Nationalism does not mean Bharat mata ki Jai says Venkaiah Naidu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X