For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিজাব কাণ্ডে আল কায়েদা যোগ!‌ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পড়তে হল জরিমানা মুখে

Google Oneindia Bengali News

এই বছরের গোড়ার দিকে কর্নাটকে শুরু হিজাব কাণ্ড নিয়ে খবর সম্প্রচার করার কারণে নিউজ ব্রডকাস্টিং ও ডিজিটাল স্টানডার্ড অথরিটি (‌এনবিডিএসএ)‌ বুধবার ‌এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওপর ৫০ হাজার টাকা জরিমানা চাপালো। টেলিভিশন নিউজ চ্যানেলের স্বতন্ত্র সংস্থা এনবিডিএসএ জানিয়েছে যে সংবাদ মাধ্যমের সঞ্চালক আমন চোপড়া প্রকাশ্যে অসম্মানের কাজ করেছেন এবং এই ঘটনার ওপর সাম্প্রদায়িক রঙ চড়িয়ে ও পাঁচজন তরুণীর প্যানেলের সমর্থন নিয়ে এর সঙ্গে যোগ করে এটা বলতে চেয়েছিলেন যে আল-কায়েদার ক্লাস চলার সময় তারা ছাত্রীরা হিজাব পরতে চেয়েছিল। এনবিডিএসএ খবরের চ্যানেলকে এই শো সরিয়ে দেওয়ার জন্য বলে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পড়তে হল জরিমানা মুখে

এনবিডিএসএ এই সংবাদ মাধ্যমের তীব্র প্রবণতাকে অবমূল্যায়ন করে, যেখানে উঠে আসে নিউজ চ্যানেল সেই সব প্যানেলিস্টদের সঙ্গে সহযোগিতা করেছিল যারা আল কায়েদা নেতা জাওয়াহিরির সঙ্গে পড়ুয়াদের হিজাব পরার পক্ষে ছিল। শুধু তাই নয়, ওই মহিলা প্যানেলিস্টরা '‌জাওয়াহিরি গ্যাং সদস্য'‌, '‌জাওয়াহিরি রাষ্ট্রদূত'‌, '‌জাওয়াহিরি তোমাদের ভগবান, তোমরা তার ভক্ত'‌ বলে নিজেদের গায়ে তকমা আঁটে। আল কায়েদার সঙ্গে হিজাব পরা নিয়ে সমর্থন করা ওই মহিলা প্যানেলিস্টদের সঙ্গে সংবাদ চ্যানেলের কী যোগ থাকতে পারে তার কোনও যথাযথ উত্তর খুঁজে পাইনি এনবিডিএসএ। চ্যানেলে সম্প্রচার হওয়া টিকারে বলা হয়, '‌আল কায়েদা গ্যাং এক্সপোজড'‌, '‌হিজাবের পোস্টার ফেটে বের হল আল কায়েদা, '‌হিজাবের পিছনে রয়েছে আল জাওয়াহিরি'‌, এবং '‌হিজাব বিতর্কের ষড়যন্ত্র করেছিল আল কায়েদা'‌।

গত ১০ এপ্রিল, প্রযুক্তি নীতিশাস্ত্র পেশাদার ইন্দ্রজিৎ ঘোরপাড়ে, যিনি সংবাদ চ্যানেলের ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করেন, তিনি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ অনুযায়ী বিতর্কিত সেই শোটি ৬ এপ্রিল সম্প্রচার হয় এবং ইন্দ্রজিৎ তাঁর অভিযোগে জানান যে সঞ্চালক আমন চোপড়া মুসলিম ছাত্রীদের '‌হিজাব গ্যাং'‌ ও '‌হিজাবওয়ালী গজওয়া গ্যাং'‌ বলে অ্যাখা দিয়েছিলেন যা সম্পূর্ণভাবে মিথ্যা এবং তাদের এই খবর সাম্প্রদায়িক হিংসার ঘটনাও ঘটাতে পারত দেশজুড়ে। ইন্দ্রজিৎ শোয়ে প্যানালিস্টদের করা সাধারণ বিবৃতি তালিকাভুক্ত করেছে এবং তিনি এও জানান চোপড়া প্যানেলিস্টদের এমনভাবে ঘুরিয়ে প্রশ্ন করেন যাতে মনে হয় ভারতে মুসলিমরা সুরক্ষিত এবং এটা ভারত যেখানে মুসলিম সম্প্রদায়ের থেকে বিপদের সম্ভাবনা রয়েছে দেশের।

ইন্দ্রজিৎ ঘোরপোড়ে বলেন, '‌২০২২ সালের এপ্রিল মাসে, এনবিডিএসএ-এর কাছে ওই সংবাদ মাধ্যমের গুরুতর ক্ষতিকর বিতর্ক অনুষ্ঠান, যা কর্নাটকের হিজাব কাণ্ড নিয়ে ছিল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এই শোয়ের সঞ্চালক ছিলেন বিদ্বেষী আমন চোপড়া। এই শোয়ের লক্ষ্য ছিল মুসলিম ছাত্রীদের বিরুদ্ধে যাওয়া এবং সন্ত্রাসী গ্যাংয়ের সঙ্গে তাঁদের সমর্থন প্রকাশ্যে আনা। সঞ্চালক এবং প্যানেলিস্টরা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিপজ্জনক স্টিরিওটাইপ প্রচার করেছিল।'‌ এ বছরের সেপ্টেম্বরে এই মামলার শুনানির সময় এনবিডিএসএ এই মীমাংসাতে আসে যে তর্ক-বিতর্ক করার জন্য এটা কোনও বিষয়ই ছিল না। এই বিতর্কের শো নৈতিকতা, নিরপেক্ষতা, শালীনতা ও খবরের গুণমানের নীতিকে লঙ্ঘন করেছে। সাতদিনের মধ্যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে এই বিতর্কিত শো সরিয়ে নিতে বলা হয় সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমকে। কর্তৃপক্ষ তাদের আমান চোপড়াকে কীভাবে সংবেদনশীল বিষয়ে বিতর্ক পরিচালনা করতে হয় সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়েছে।

দু’‌বছরের মধ্যেই সব রাজ্যে ‌এনআইএ শাখা!‌ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর কী বলছে শাসক দল দু’‌বছরের মধ্যেই সব রাজ্যে ‌এনআইএ শাখা!‌ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর কী বলছে শাসক দল

English summary
national news channel faces fines for calling panelists who support hijab row in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X