For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামপুরহাট-কাণ্ডে মামলা জাতীয় মানবাধিকার কমিশনের, নড়েচড়ে বসল শিশু সুরক্ষা কমিশনও

রামপুরহাট-কাণ্ডে মামলা জাতীয় মানবাধিকার কমিশনের, নড়েচড়ে বসল শিশু সুরক্ষা কমিশনও

  • |
Google Oneindia Bengali News

রামপুরহাটে ভয়াবহ হত্যা-কাণ্ডে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার! ঘটনার পরেই রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় যুগ্ম-সচিবের নেতৃত্বে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় টিমও। আর তা নিয়ে চরম বিতর্ক। আর এহেন বিতর্কের মধ্যেই নড়েচড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যে এই হত্যা-কাণ্ডে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে।

বিশেষ দল তৈরিরও নির্দেশ দিয়েছেন

বিশেষ দল তৈরিরও নির্দেশ দিয়েছেন

জানা যাচ্ছে, এই ঘটনায় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র বিশেষ দল তৈরিরও নির্দেশ দিয়েছেন। আর টিম একেবারে ঘটনাস্থলে এসে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবে। আর এরপরেই বিস্তারিত রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশনে তাঁরা জমা দেবেন বলে জানা গিয়েছে। রিপোর্টের ভিত্তিতে আগামিদিনে এই ঘটনায় ব্যবস্থা বলে জানা যাচ্ছে। তবে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফে।

নড়েচড়ে বসেছে শিশু সুরক্ষা কমিশনও

নড়েচড়ে বসেছে শিশু সুরক্ষা কমিশনও

শুধু তাই নয়, রামপুরহাট-কাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুটি বাচ্চা আছে বলেও দাবি করা হয়েছে। এই বিষয়ে নড়েচড়ে বসেছে শিশু সুরক্ষা কমিশনও। স্বতঃপ্রণোদিত ভাবে এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে কমিশন। ঘটনার দ্রুত তদন্ত করে পুলিশকে রিপোর্ট দিতে বলেছে শিশু সুরক্ষা কমিশন। এছাড়াও মহিলা এবং শিশুদের সুরক্ষার ক্ষেত্রে কি ব্যবস্থা তা নিয়েও পুলিশকে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

গুরুত্ব দিয়ে দেখছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন

অন্যদিকে শুধু জাতীয় শিশু সুরক্ষা কমিশনই নয়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়ছেন, ঘটনার পরেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জেলার পুলিশ সুপার এবং ডিএমের কাছে এহেন রিপোর্ট তলব করা হয়েছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, যেখানে ২ জন শিশুর মৃত্যু হয়েছে তা জঘন্য বললেও কম বলে মন্তব্য করেছেন চেয়ারপার্সন। শুধু তাই নয়, তার যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায় সেই আবেদনও রেখেছেন তিনি।

রামপুরহাট-কাণ্ডে কড়া পুলিশ

রামপুরহাট-কাণ্ডে কড়া পুলিশ

রামপুরহাট-কান্ডে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ প্রশাসন। আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া হাতে পুলিশকে সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে গ্রামে নিরাপত্তা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়। আর এহেন নির্দেশের পরেই বগটুই গ্রামে পৌঁছে গেলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে যে যে বাড়িতে আগুন লাগানো হয় সেই সমস্ত বাড়িও ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা।

 ভিআইপি ছেড়ে পদ্মে তিন বিধায়ক, বিহারে সর্বশক্তিমান বিজেপি ভিআইপি ছেড়ে পদ্মে তিন বিধায়ক, বিহারে সর্বশক্তিমান বিজেপি

English summary
National Human Rights Commission suomotu cognizance of the killings in the Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X