For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের সিদ্ধান্ত কার্যকর! এয়ার ইন্ডিয়ার ভাতা কমল ৫০ শতাংশ পর্যন্ত

করোনা সংক্রমণের চাপে পড়ে নিজেদের কর্মীদের বেতনে হাত এয়ার ইন্ডিয়ার। যার মধ্যে রয়েছে ভাতার পরিমাণ ২০-৫০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত। বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের চাপে পড়ে নিজেদের কর্মীদের বেতনে হাত এয়ার ইন্ডিয়ার। যার মধ্যে রয়েছে ভাতার পরিমাণ ২০-৫০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত। বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এসবই হয়েছে, অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের নির্দেশ এবং এয়ার ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টরদের নির্দেশে।

ঘোড়া কেনাবেচার মাধ্যমে নির্বাচিত রাজ্যগুলিকে অস্থির করার চেষ্টা! মোদীকে চিঠি অশোক গেহলটেরঘোড়া কেনাবেচার মাধ্যমে নির্বাচিত রাজ্যগুলিকে অস্থির করার চেষ্টা! মোদীকে চিঠি অশোক গেহলটের

বিভিন্ন পদে ভাতা কমার হার বিভিন্ন

বিভিন্ন পদে ভাতা কমার হার বিভিন্ন

বিভিন্ন পদে ভাতা কমার হার বিভিন্ন। পাইলটদের ক্ষেত্রে ভাতা কমবে ৪০%। সাধারণ অফিসার ও কর্মীদের ভাতা কমবে ৩০-৫০% শতাংশের মতো। কেবিন ক্রুদের ভাতা কমবে ২০%-এর মতো। তবে মাসিক ২৫ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁদের এসব থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ায় রয়েছে ১১ ধরনের ভাতা

এয়ার ইন্ডিয়ায় রয়েছে ১১ ধরনের ভাতা

এয়ার ইন্ডিয়ার কর্মীদের ১১ ধরনের ভাতা রয়েছে। যার মধ্যে রয়েছে ফ্লাইং অ্যালাউন্স, স্পেশাল পে, ওয়াইড বলি অ্যালাউন্স, চেক অ্যালাউন্স, ইনস্ট্রাকটর/এগজামিনার অ্যালাউন্স। এইসব ভাতার ৪০% কাটা হবে।

সিদ্ধান্ত কার্যকর ১ এপ্রিল, ২০২০ থেকে

সিদ্ধান্ত কার্যকর ১ এপ্রিল, ২০২০ থেকে

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ভাতা সংক্রান্ত বিষয় কার্যকর করা হবে ১ জুলাই, ২০২০ থেকে।

আগেই কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে বেসরকারি বিমান সংস্থা

আগেই কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে বেসরকারি বিমান সংস্থা

এর আগে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে তাদের কর্মী সংখ্যা ১০ শতাংশ কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তারএকদিন পরেই এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্তের কথা জানা গেল।

English summary
National Career Air India slashes employee allowances upto 50%
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X