For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈনিক ৬০হাজার করোনা আক্রান্তের সম্ভাবনা, রাজধানীতে বন্ধ হতে পারে বাস - মেট্রো

দৈনিক ৬০হাজার করোনা আক্রান্তের সম্ভাবনা, রাজধানীতে বন্ধ হতে পারে বাস - মেট্রো

Google Oneindia Bengali News

জানুয়ারির মাসের শেষে দিল্লিতে করোনা গ্রাফ মারাত্মক আকার ধারণ করতে পারে। বলা হচ্ছে প্রতিদিন শুধু দিল্লিতেই ৫৮ থেকে ৬০ হাজার মানুষ করোনার আক্রান্ত হতে পারেন। এমনটাই খবর দিল্লির স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। সংক্রমণে লাগাম টানতে সপ্তাহ শেষের কারফিউতে এখনই মেট্রো বাস বন্ধ করা হতে পারে বলে খবর মিলছে।

দৈনিক ৬০হাজার করোনা আক্রান্তের সম্ভাবনা, রাজধানীতে বন্ধ হতে পারে বাস - মেট্রো

ওমিক্রন আসার পর থেকেই দেশে দিল্লিতে হু হু করে বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ। গত বছর ডেল্টা ভ্যারিয়েন্টের হানার সময় দিল্লিতে যে পরিমাণ মানুষ করোনা আক্রান্ত হচ্ছিলেন এবার তার থেকে অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই দিল্লি ও তার সংলগ্ন অঞ্চলে করোনবিধি লাগু করা হয়েছে। কঠোরভাবে তা পালন করানো হচ্ছে। এবার জানুয়ারির শেষে দিল্লির করোনা গ্রাফের ভয়ঙ্কর জায়গায় পৌঁছনোর আশঙ্কায় সেখানে সপ্তাহ শেষের কারফিউটে বাস, মেট্রো বন্ধ করা হতে পারে বলে খবর মিলছে।

দিল্লিতে এই মুহূর্তে মোট আক্রান্তের ৭৫ শতাংশই ওমিক্রন আক্রান্ত। গত এক সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছে ৭০ জন দিল্লির নাগরিকের। জানা গিয়েছে এদের মধ্যে প্রায় প্রত্যেকেরই ক্যানসার, হার্টের সমস্যা, লিভারের সমস্যার মতো কো-মর্বিডিটি ছিল। প্রসঙ্গত সোমবারই দিল্লি সরকার সেখানে সম্পূর্ণ ভাবে বেসরকারি অফিস বন্ধ করার নির্দেশ দেয়। দিল্লিতে এতদিন সরকারি ও বেসরকারি অফিস খোলা ছিল। ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হচ্ছিল। সরকার এবার মনে বিপদ বাড়ছে বই কমছে না। এরপরেও যদি ৫০ শতাংশ কর্মী কাজ করানো হয় তাহলে বিপদ আরও বাড়বে। তাই এল নয়া নির্দেশিকা। সেখানে সমস্ত বেসরকারি অফিস বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। বলা হয়েছে বেসরকারি অফিসের ১০০ শতাংশ কর্মীই যেন এবার বাড়ি থেকে কাজ করেন। বিশেষ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি স্বাভাবিকভাবেই এই নিয়মের বাইরেই রয়েছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হন। গত ৪৮ ঘন্টায় এই সংখ্যাটা ছিল ২২,৭৫১ জন। করোনা সংক্রমণ গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা কমে, তা স্পষ্ট। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমণের হার ছিল ২৫ শতাংশ। মৃত্যু হয় ১৭ জনের।

English summary
gradual restrictions were being mulled in the Delhi-NCR area to curb Covid-19 cases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X