For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিনেমা হল-এ জাতীয় সঙ্গীত বাজানো ইস্যুতে এবার এই নয়া পদক্ষেপ কেন্দ্রের

সিনেমা হল- এ জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে কেন্দ্রকে কিছুদিন আগেই ব্যবস্থা নেওয়ার কথা বলে দেশের শীর্ষ আদালত। তারপরই নড়েচড়ে বসে কেন্দ্র।

  • |
Google Oneindia Bengali News

সিনেমা হল- এ জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে কেন্দ্রকে কিছুদিন আগেই ব্যবস্থা নেওয়ার কথা বলে দেশের শীর্ষ আদালত। তারপরই নড়েচড়ে বসে কেন্দ্র। এবার থিয়েটারে জাতীয় সঙ্গীত বাজানো প্রসঙ্গে একটি অন্তবর্তী মন্ত্রীদের নিয়ে কমিটি গড়ে তুলতে চলেছে সরকার। যাতে জাতীয় সঙ্গীত নিয়ে বেশ কিছু নিয়মনীতি গড়ে তোলা যায়।

সিনেমা হল-এ জাতীয় সঙ্গীত বাজানো ইস্যুতে এবার এই নয়া পদক্ষেপ কেন্দ্রের

২০১৬ সালে, ৩০ নভেম্বর এক নির্দেশে সুপ্রিম কোর্ট জানায় , দেশের সমস্ত সিনেমা হল-এ সিনেমা শুরুর আগে বাজাতে হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত চালকালীন হল-এ উপস্থিত সকল দর্শককে উঠে দাঁড়াতে হবে, জাতীয় সঙ্গীতের সম্মানার্থে। বলা হয়, এর দ্বারা দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগ্রত হবে। যদিও এর পরে এই নির্দেশের কিছু পরিবর্তনের ইঙ্গিত দেয় চিফ জাস্টিস দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ।

এর পরবর্তী সময়ে জাতীয়তাবোধ প্রসঙ্গ নিয়ে জাতীয়সঙ্গীত ইস্যুতে বেশ কিছু বিতর্ক হয়। শীর্ষ আদালতের তরফে জাস্টিস দীপক মিশ্রও এই নিয়ে প্রশ্ন তোলেন। সব মিলিয়ে আপাতত কেন্দ্র এই নিয়ম নীতি শক্ত হাতে লাগু করতে কী কী ব্যবস্থা নেয়, সেদিকেই নজর সকলের।

English summary
Days after the Supreme Court asked the Centre to take a call on playing the national anthem in theatres and public places, the government on Monday said it would set up an Inter-Ministerial Committee to frame new rules for the same.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X