For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল সুনামির আকারে, ৩০ শতাংশ বাড়ল সংক্রমণ

করোনার তৃতীয় ঢেউ নয়, সুনামি আছড়ে পড়ল ভারতের বুকে। সাত মাস পর দৈনিক ১ লক্ষের উপর করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল দেশে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১,১৭,১০০ জন আক্রান্ত।

Google Oneindia Bengali News

করোনার তৃতীয় ঢেউ নয়, সুনামি আছড়ে পড়ল ভারতের বুকে। সাত মাস পর দৈনিক ১ লক্ষের উপর করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল দেশে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১,১৭,১০০ জন করোনা সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল সুনামির আকারে, বাড়ল ৩০ শতাংশ

করোনা সংক্রমণ ফের প্রবল আকারে আছড়ে পড়েছে দেশে। ওমিক্রনের হানার পাশাপাশি বাড়ছে ডেল্টা সংক্রমণ। 'ডেলমিক্রনে'র জোড়া ধাক্কায় করোনার মোট সংক্রমণ ইতিমধ্যে পার করেছে সাড়ে তিন লক্ষ। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৩,৫২,২৬,৩৮৬। করোনার এই তৃতীয় ঢেউটে ওমিক্রন আক্রন্তের সংখ্যা পেরিয়ে গেল তিন হাজার।

শেষবার ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের সীমা ছাড়িয়েছিল ২০২১ সালের ৬ জুন। আবার ২০২২-এর ৭ জানুয়ারি করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা পেরিয়ে গেল এক লক্ষ। সেইসঙ্গে ভারতে করোনার তৃতীয় ঢেউ যে সুনামির আকার নিতে শুরু করেছে, তার আভাস দিয়ে গেল।

করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে মহারাষ্ট্র। করোনার সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৬,২৬৫। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা এদিন ১৫,৪২১। দিল্লিতে ১৫,০৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ু ৬,৯৮৩ জন এবং কর্ণাটকে ৫,০৩১ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় দেশে ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে করোনা আক্রান্ত হয়ে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৩,১৭৮-এ পৌঁছে গিয়েছে। কেরালায় সর্বাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিন কেরালায় মৃত্যু হয়েছে ২২১ জনের। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের।

ভারতে করোনায় সুস্থতার হার এখন দাঁড়িয়েছে ৯৭.৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় মোট ৩০,৮৩৬ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৩,৪৩,৭১,৮৪৫-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে দ্বিতীয় ঢেউয়ের সেই রকেট গতি যেন ফিরে আসতে চলেছে। এদিন যেভাবে লাফিয়ে বাড়ল সংক্রমণ, তাতে আতঙ্কিত বিশেষজ্ঞরা।

করোনায় দিন দশেক আগেও দৈনিক সংক্রমণ ছিল সাত হাজার। সেখান থেকে এদিন সংক্রমণ পৌঁছে গেল ১ লক্ষ ১৭ হাজারে। একদিনে দেশে সক্রিয়ের সংখ্যা বেড়েছে ৮৫ হাজার। সেইসঙ্গে বেড়েছে সংক্রমণের হারও। পজিটিভিটি রেড বেড়ে ৭.৭৪ শতাংশ। শুধু মুম্বইয়েই আক্রান্ত হয়েছে ২০ হাজার। দেশে মোট সক্রিয়ের সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। দেশে মোট ১৪৯ কোটি ৬৬ লক্ষের বেশ করোনা ভ্যাকসিন হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৯৪ লক্ষ মানুষ। ১৫ লক্ষ ১৩ হাজার ৩৭৭ জনের নমুরা পরীক্ষা হয়েছে এদিন।

English summary
Nation records over 1 lakh daily Corona cases after seven months in India which is over thirty percent of before date.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X