For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ সুরক্ষিত হাতে রয়েছে, বায়ুসেনা হামলার পর ৫৬ ইঞ্চির ছাতি বাজিয়ে আর কী বললেন মোদী

রাজস্থানের চুরুতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জনসভা করতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে এমন ঘটনা এদিন ঘটেছে যে সারা দেশ তথা বিশ্বে হইচই পড়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের চুরুতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জনসভা করতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে এমন ঘটনা এদিন ঘটেছে যে সারা দেশ তথা বিশ্বে হইচই পড়ে গিয়েছে। পাকিস্তানে ঢুকে জইশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। নিকেশ করেছে বহু জঙ্গিকে। যা জঙ্গি দমনে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

দেশ সুরক্ষিত হাতে রয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকের পর মুখ খুলে আর কী বললেন গর্বিত মোদী

এদিন সভার শুরুতেই নির্বাচনী ভাষণ না দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খোলেন মোদী। বলেন, আমি বুঝতে পারছি সকলে উত্তেজিত রয়েছেন। সারা দেশে একই ভাবনার সঞ্চার হয়েছে। তাই বলছি, দেশ সুরক্ষিত হাতেই রয়েছে। দেশকে আমরা শেষ হতে দেব না। ভাঙতে দেব না। মাথা নত হতে দেব না।

মোদী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন কথা বলছিলেন, তখন চোখে-মুখে প্রচ্ছন্ন গর্ব ফুটে উঠছিল। তিনি দেশবাসীর একসঙ্গে প্রশংসা করেন। ভারতবাসী জিতবে এই অঙ্গীকার করেন। নতুন ভারত জেগে উঠছে। দেশকে থেমে থাকতে দেব না। এটা বলেই প্রতিজ্ঞা করেন মোদী। তারপরে ভারত মাতার জয় বলে নির্বাচনী প্রচারে ঢুকে যান।

এদিন সার্জিক্যাল স্ট্রাইক ২.০ চালিয়েছে ভারত। পুলওয়ামায় হামলার পাল্টা প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। পাক অধীকৃত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে এদিন ভারত হামলা চালিয়েছে। বালাকোট, মুজফফরাবাদ, চিকোতিতে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে পুলওয়ামা হামলার প্রাথমিক বদলা নেওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেই হামলার কথা বলতে গিয়েই গর্ব ঝরে পড়েছে প্রধানমন্ত্রীর চোখে-মুখে।

English summary
Nation is in safe hands, says PM Modi hours after IAF strikes across LoC in Balakot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X