For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বায়োটেকের কোভিড 'ন্যাসাল ভ্যাকসিন'এর ট্রায়াল এবার শুরুর পথে

  • |
Google Oneindia Bengali News

ভ্যাকসিন নিয়ে জোরদার তৎপরতা শুরু হয়ে গিয়েছে দেশে । এবার ভারত বায়োটেকের নাসাল ভ্যাকসিনের ট্রায়াল পর্ব সম্ভবত আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। 'ন্যাসাল ড্রপ' যেভাবে সর্দি কাশি সারাতে কার্যকরী হয়, সেই পদ্ধতিতে ভ্যাকসিন চালু হতে পারে বলে খবর।

ভারত বায়োটেকের কোভিড ন্যাসাল ভ্যাকসিনএর ট্রায়াল এবার শুরুর পথে

প্রসঙ্গত, এতদিন ইনজেকশান দিয়ে ভ্যাকসিন গ্রহণ করা হচ্ছে। তবে নাকের ভিতর দিয়ে ভ্যাকসিনের ড্রপ ভিতরে ঢুকিয়ে তার কার্যকারিতা পাওয়া যায় কি না, তার পরীক্ষা এবার শুরু হবে। নাগপুর , হায়দরাবাদ, পাটনায় এবার থেকে শুরু হবে ট্রায়াল। অর আগে প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালের জন্য জানুয়ারি মাসের ৮ তারিখে আবেদন জানিয়েছিল ভারত বায়োটেক। এরপর সেই আবেদনের প্রেক্ষিতে ছাড়পত্র জমা পড়েছে।

জানা গিয়েছে, এই ট্রায়ালে ১৭৫ জন রয়েছেন। আপাতত এই ট্রায়ালের প্রথম পর্ব শুরু হবে। ফলাফলের নিরিখে আসবে দ্বিতীয় পর্বের পদক্ষেপ। প্রসঙ্গত, এই ন্যাসাল ভ্যাকসিন অত্যন্ত সুবিধাজনক। ইনজেকশনের ঝামেলা কাটিয়ে এইভাবে ভ্যাকসিন নিতে সুবিধা হয়। সেই কারণেই এভাবে ভ্যাকসিনের কথা ভাবা হচ্ছে বলে খবর।

English summary
Nasal vaccine trials of Bharat Biotech likely to begin next week says new report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X