For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নাসা বলেছে কথাবলা-কম্পিউটার বাস্তবে আসতে পারে সংস্কৃতর হাত ধরে', দাবি বিজেপি মন্ত্রীর

ভবিষ্যতে কথাবলা-কম্পিউটারও আসবে, আর তা সম্ভব হবে সংস্কৃতর জন্য। এই দাবি নাকি এসেছে মার্কিন মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসা থেকে। এমনই দাবি রমেশ পোখরিয়ালের।

  • |
Google Oneindia Bengali News

ভবিষ্যতে কথাবলা-কম্পিউটারও আসবে, আর তা সম্ভব হবে সংস্কৃতর জন্য। এই দাবি নাকি এসেছে মার্কিন মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসা থেকে। এমনই দাবি রমেশ পোখরিয়ালের। বিশ্ব সংস্কৃতর অবদানের জন্য বিজ্ঞানে এতবড় জোয়াড় আসতে পারে বলে দাবি করেন বিজেপির মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রমেশ পোখরিয়াল।

নাসা বলেছে কথাবলা-কম্পিউটার সম্ভব হতে পারে সংস্কৃতর জন্য, দাবি বিজেপি মন্ত্রীর

আইআইটি বম্বের ৫৭ তম কনভোকেশনে যোগ দিয়ে কেন্দ্রীয় মনত্রী বলেন, ' নাসার মতে যদি ভবিষ্যতে কথাবলা-কম্পিউটার বাস্তবায়িত হয় , তাহলে তা সম্ভব হবে সংস্কৃতর জন্য। নাসা এমন কথা বলছে কারণ সংস্কৃত একটি বিজ্ঞানসম্ভত ভাষা।যেখানে শব্দগুলি এমনভাবেই লেখা যেমনভাবে আমরা বলি। ' মন্ত্রীর এমন বক্তব্যের পরই শুরু হয় বিভিন্ন ধরনের আলোচনা। এখানেই শেষ নয়, মন্ত্রীর দাবি, চরকই প্রথম যিনি বিশ্বে অণু -পরমাণু আবিষ্কার করেছিলেন।

মন্ত্রী রমেশ পোখরিয়াল এই অনুষ্ঠানে জানান, চরকের পাশপাাশি সুশ্রুতও বিশ্বের অন্যতম গুণী ব্যক্তিতব ছিলেন। সুশ্রুতের হাত ধরেই বিশ্ব প্রথম অস্ত্রোপচার শুরু হয়। পোখরিয়ালের এমন বক্তব্যের পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেনব বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী।

[আরও পড়ুন: অর্জুন-গড়ে বিজেপির গোষ্ঠীকোন্দল তুঙ্গে, দুই নেতা-নেত্রীর লড়াই গড়াল প্রশাসনের দরজায়][আরও পড়ুন: অর্জুন-গড়ে বিজেপির গোষ্ঠীকোন্দল তুঙ্গে, দুই নেতা-নেত্রীর লড়াই গড়াল প্রশাসনের দরজায়]

English summary
NASA says speaking Computers will become eality due to Sanskrit says BJP minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X