For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদে বিক্রম ল্যান্ডারের অবতরণের প্রচেষ্টার ছবি পাঠাল নাসা

Google Oneindia Bengali News

চাঁদে কী সত্যিই অবতরণ করতে পেরেছে বিক্রম ল্যান্ডার? তা নিশ্চিত করতে হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের তত্বতল্লাশে চাঁদের দক্ষিণ মেরুর কাছ দিয়ে উড়ে চলেছে নাসার যান। কিন্তু এখনও বিক্রমের কোনও সন্ধান মেলেনি।

ইসরোর দাবি চাঁদের দক্ষিণ মেরুতেই আছে বিক্রম

ইসরোর দাবি চাঁদের দক্ষিণ মেরুতেই আছে বিক্রম

অনেক আশা নিয়েই চাঁদের দক্ষিণ মেরুর অজানা রহস্যের সন্ধানে পাড়ি দিয়েছিল ইসরোর চন্দ্রযান-২। শেষ পরতেও সেই অভিযান সাফল্য দেখেছিল। কিন্তু চাঁদ থেকে ঠিক কয়েক কিলোমিটার দূরেই সমীকরণ গণ্ডগোল হয়ে যায়। কক্ষ পথ থেকে চিটকে যায় বিক্রম ল্যান্ডার। তারপরে আর তার কোনও সন্ধান মেলেনি। যদিও ইসরোর পক্ষ থেকে বারবারই দাবি করা হয়েছে চাঁদেই অবতরণ করেছে বিক্রম।

চন্দ্রযান-২য়ের অরবিটারে তোলা ছবি প্রকাশ ইসরোর

চন্দ্রযান-২য়ের অরবিটারে তোলা ছবি প্রকাশ ইসরোর

চন্দ্রযান-২য়ের তোলা হাই রেজিলিউশন ক্যামেরায় তোলা চাঁদের পিঠের ছবি প্রকাশ করল ইসরো। বিক্রমের অবতরণ সফল না হলেও চন্দ্রযান-২য়ের অরবিটার কিন্তু এখনও সাফল্যের সঙ্গে চাঁদের চারপাশে ঘুরে চলেছে। সেই অরবিটারের ক্যামেরায় তোলা চাঁদের আলোকিত পৃষ্ঠের ছবি প্রকাশ করেছে ইসরো।

ইসরোকে সাহায্যে নাসা

ইসরোকে সাহায্যে নাসা

বিক্রমের অবতরণ চাঁদের দক্ষিণ মেরুতে হয়েছে কিনা তার সত্যতা যাচাইয়ে অবশেষে এগিয়ে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদে মহাকাশচারী পাঠানোর আগে সার্ভে করতে গিয়েছে নাসার বিশেষ যান। সেই যানই নাসার দক্ষিণ মেরুতে বিক্রমের সন্ধানে একাধিক ছবি পাঠিয়েছে। অন্ধকারে ডুবে থাকা চাঁদের দক্ষিণ মেরুর একাধিক ছবি তুলেছে নাসার সেই যান।

চাঁদে হদিশ মেলেনি বিক্রমের

চাঁদে হদিশ মেলেনি বিক্রমের

চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত বিক্রমের অবতরণের কোনও চিহ্নই পায়নি নাসার যান। যেকটি ছবি নাসার পক্ষ থেকে তোলা হয়েছে তার কোনওটাতেই বিক্রমের অবতরণের কোনও চিহ্ন নেই। ঠিক যে জায়গায় বিক্রমের ভেঙে পড়ার সম্ভাবনা ছিল সেখানকার ছবিও পাঠিয়েছেন নাসার যান।

কিন্তু সেখানে বিক্রমের কোনও চিহ্নই মেলেনি। আরও বেশ কয়েকটি ছবি পাঠানো হবে নাসার পক্ষ থেকে। চাঁদের দক্ষিণ মেরুর যতটা সম্ভব কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করছে নাসার যান।

English summary
NASA LRO took a second shot at spotting the Vikram lander of Chandrayaan 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X