For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সঙ্গীত সাধকের নামে গ্রহের নামকরণ, নাসা দিল অনন্য সম্মান

গ্রহের নামকরণ হল ভারতীয় সঙ্গীত শিল্পীর নামে। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন পণ্ডিত যশরাজ। আমরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার তাঁর নামেই নামকরণ করল গ্রহের।

Google Oneindia Bengali News

গ্রহের নামকরণ হল ভারতীয় সঙ্গীত শিল্পীর নামে। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন পণ্ডিত যশরাজ। আমরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার তাঁর নামেই নামকরণ করল গ্রহের। জীবনের ৮৯ তম বছরে পণ্ডিত যশরাজকে এভাবেই সম্মান জানাল নাসা। ২০০৬ সালের ১১ নভেম্বর খুঁজে পাওয়া গিয়েছিল এই গ্রহটি।

মহাকাশে স্থান ভারতীয় সঙ্গীত সাধকের! নাসা দিল অনন্য সম্মান

সঙ্গীতকেই তিনি জীবনের ধ্রুবতারা করেছেন। পণ্ডিত যশরাজ এমনই একজন শিল্পী, যাঁকে ঈশ্বর দুহাত ভরে দিয়েছেন। সেই তিনি সঙ্গীত জীবমের সায়াহ্নে এসে এক অনন্য সম্মানে অধিকারী হলেনষ। তাঁর পাকাপাকি স্থান হল মহাকাশে। মহাকাশে তাঁর নাম অমর অক্ষরে লিখে দিল নাসা।

২০০৬ ভিপি৩২-৩০০১২৮ নামক গ্রহটির নাম বদলে হচ্ছে পণ্ডিত যশরাজ। এই গ্রহের অবস্থান মঙ্গল আর বৃহস্পতির মাঝে। গত ২৩ সেপ্টেম্বর নাসার তরফে এক বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। সঙ্গীত সাধনায় এই শিল্পী তাঁর জীবন অতিবাহিত করেছেন, তাঁকে এই সম্মান জানানো হল।

জীবন-সায়াহ্নে এসে এই সম্মান পেয়ে আপ্লুত যশরাজ। তিনি বলেন, এই সম্মান পেয়ে যে আনন্দ পেয়েছি, আমার সেই অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না। উল্লেখ্য, ১০৯৩০ সালের ২৮ জানুয়ারি হরিয়ানার হিসার জেলার ফতেহাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পরিবার ছিল শাস্ত্রীয় সঙ্গীতের। তাঁর বাবা চেয়েছিলেন ছেলে বড় তবলা বাদক হোক। কিন্তু ১৪ বছর বয়সে বেগম আখতারের গান শুনে নিজের মত বদলে ফেলেন। ১৬ বছর বয়স থেকেই শুরু করেন শাস্ত্রীয় সঙ্গীত সাধনা।

English summary
NASA has named the planet to name of Indian music scholar Pandit Yashraj.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X