For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মোদী কো আওকাত দিখা দেঙ্গে,’ গুজরাতের জনসভায় কংগ্রেসের অপমান স্মরণ করলেন নরেন্দ্র মোদী

গুজরাতের জনসভায় কংগ্রেসের করা আপমান স্মরণ করালেন নরেন্দ্র মোদী,

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারের জন্য নির্বাচনী প্রচারে তিন দিনের সফরে গুজরাতে আসেন। সোমবার গুজরাতের সুরেন্দ্র নগরের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে নিশানা করেন। তাঁকে কংগ্রেস অপমান মান করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 মোদী কো আওকাত দিখা দেঙ্গে

মোদী কো আওকাত দিখা দেঙ্গে

গুজরাতে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেস যখন উন্নয়নের কথা বলতে পারে না, তখন বিজেপি নেতাদের অপমান করে।' তিনি বলেন, কংগ্রেসের নেতারা বেশ কয়েকবার তাঁর উদ্দেশ্যে অপমানকর শব্দ ব্যবহার করেছেন। 'কংগ্রেস বলেছিল, মোদী কো আওকাত দিখা দেঙ্গে। অর্থাৎ তারা আমাকে আমার জায়গা দেখাতে চেয়েছিল। কংগ্রেস আমাকে নর্দমার কীট বলেও উল্লেখ করেছিল। কংগ্রেস আমাকে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি বলেও উল্লেখ করেছিল। কংগ্রেস আমাকে মৃত্যুর সওদাগর বলতেও দ্বিধা করেনি।'

রাহুল গান্ধীকে কটাক্ষ

রাহুল গান্ধীকে কটাক্ষ

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে নিজেকে সেবক বলে উল্লেখ করেন। সোমবার গুজরাতের জনসভায় নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। তিনি বলেন, 'আপনি একটি নম্র রাজ পরিবারের সদস্য। আমি অত্যন্ত সাধারণ পরিবার থেকে এসেছি। আপনার সঙ্গে আমার তুলনাই হয় না। তাই আমাকে কিছু দেখানোর প্রয়োজন নেই। আমি আমার ক্ষমতা নিয়ে গর্বও করি না। এরপরেই মোদী সুর পাল্টে বলেন, আসুন উন্নয়নের কথা বলুন। গুজরাত উন্নয়ন নিয়ে বিতর্ক সভায় আলোচনা করি।'

ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ মোদীর

ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ মোদীর

ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যরী ক্ষমতা থেকে ছিটকে গিয়েছেন, তারা আবার ক্ষমতায় ফিরে আসার জন্য দেশজুড়ে পদযাত্রা করছেন। গুজরাতে দুই দফায় বিধানসভা নির্বাচন হবে। ১ ও ৫ ডিসেম্বর গুজরাতে বিধানসভা নির্বাচন হবে। ৮ তারিখে ফলাফল ঘোষণা হবে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রাকে সাময়িকভাবে স্থগিত করে গুজরাতের নির্বাচনের প্রচারে এসেছেন। সোমবার গুজরাতে রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী উভয়ের জনসভা রয়েছে।

রাহুল গান্ধীর সমাবেশ

রাহুল গান্ধীর সমাবেশ

সোমবার দুপুর একটার সময় রাহুল গান্ধীর গুজরাতে সুরাটের মহুয়ার পঞ্চ কাকদা গ্রামে জনসভা করার কথা রয়েছে। রাহুল গান্ধী এর আগে সেপ্টেম্বর গুজরাত সফরে এসেছিলেন। সেখানে তিনি বুথ স্তরের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারুচ জেলার জাম্বুসারে একটি জনসভায় ভাষণ দেবেন বলে জানা গিয়েছে।

গুজরাতের নির্বাচনে আপের প্রবেশ

গুজরাতের নির্বাচনে আপের প্রবেশ

গুজরাতে এতদিন কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলত। তবে বর্তমানে আপ গুজরাতের নির্বাচনে অংশ নিয়েছে। জোর কদমে নির্বাচনে প্রচার চালিয়েছে। একাধিক সমীক্ষা দাবি করেছে, বিজেপি গুজরাতে সপ্তমবারের জন্য সরকার গঠন করবে। তবে আপ দাবি করেছে, গুজরাতের বিধানসভা নির্বাচনে সমস্ত সমীক্ষা ভুল প্রমাণিত করে ক্ষমতায় আপ আসবে।

English summary
Narendra Modi taunts Rahul Gandhi in Gujarat rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X