For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মেক ইন ইন্ডিয়ার বড় সাফল্য’! কাকরাপাড়া পরমাণু প্ল্যান্ট ৩ নিয়ে টুইটবার্তা মোদীর

‘মেক ইন ইন্ডিয়ার বড় সাফল্য’! কাকরাপাড়া পরমাণু প্ল্যান্ট ৩ নিয়ে টুইটবার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

কাকরাপাড়া পরমাণু কেন্দ্রে নিয়ে স্বস্তির সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। একানে প্ল্যান্ট ৩-এর ক্রিটিক্যালিটি অর্জনের জন্য পরমাণু গবেষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এই প্রসঙ্গে তাকে একটি টুইটও করতে দেখা যায়। পাশাপাশি এই প্রকল্পকে 'মেক ইন ইন্ডিয়ার' একটি অন্যতম উত্‍কৃষ্ট উদাহরণ হিসাবেও আখ্যায়িত করেন তিনি।

‘মেক ইন ইন্ডিয়ার বড় সাফল্য’! কাকরাপাড়া পরমাণু প্ল্যান্ট ৩ নিয়ে টুইটবার্তা মোদীর

গুজরাতের বয়ারা শহরের কাছে অবস্থিত এই কাকরাপাড়া পরমাণু কেন্দ্র। ১৯৯৩ সালের ৬ মে এখানে বাণিজ্যিক বিদ্যুত উৎপাদন শুরু হয়। এখানেই কেএপিএস -২ প্ল্যান্টটি চালু হয় ১৯৯৫ সালের ৮ জানুয়ারি। সেখানে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ১৯৯৫ সালে ১ সেপ্টেম্বর। পরবর্তীতে আরও ক্ষমতা বৃদ্ধির জন্য ৩ এবং ৪ ইউনিট নির্মাণের কাজ শুরু হয় ২০১০ সালের নভেম্বর মাসে। বর্তমানে প্ল্যান্ট ৩-এর ক্রিটিক্যালিটি অর্জন করতে সক্ষম হয়েছে।

‘মেক ইন ইন্ডিয়ার বড় সাফল্য’! কাকরাপাড়া পরমাণু প্ল্যান্ট ৩ নিয়ে টুইটবার্তা মোদীর


দক্ষতার সঙ্গে কাজ করার জন্য এদিন এই প্রকল্পের সঙ্গে যুক্ত পরমাণু বিজ্ঞানীদের অভিনন্দন জ্ঞাপন করেন মোদী। এই প্রসঙ্গে বুধবার ট্যুইটারে মোদি লেখেন, 'কাকরাপাড়া পরমাণু শক্তি কেন্দ্রে প্ল্যান্ট ৩-এর ক্রিটিক্যালিটি অর্জনের জন্য পরমাণু বিজ্ঞানীদের অভিনন্দন জানাই। একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি KAPP-3 রিয়্যাক্টর মেক ইন ইন্ডিয়ার বড় উদাহরণ।”

 রাজ্যের উন্নয়ন নিয়েই প্রশ্ন তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর! ২১-এর আগে জল্পনা তুঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়েই প্রশ্ন তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর! ২১-এর আগে জল্পনা তুঙ্গে

English summary
narendra modis tweet about kakrapara nuclear plant 3 as an big example of make in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X