For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্য রাজ্য হলে নরোন্দ্র মোদী চড়-থাপ্পড় খেতেন : মমতা

Google Oneindia Bengali News

অন্য রাজ্য হলে নরোন্দ্র মোদী চড়-থাপ্পড় খেতেন : মমতা
কলকাতা, ১০ মে : বাংলাদেশী অনুপ্রবেশকারী মন্তব্যে আরও একবার বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অন্য কোনও রাজ্যে এমন মন্তব্য করলে প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে চড়-থাপ্পড় খেতে হত।

নরেন্দ্র মোদীর "১৬ই মে-র পর অবৈধ বাংলাদেশীর বাসিন্দাদের তল্পিতল্পা গুটিয়ে পালাতে হবে" মন্তব্যে মমতা আজ মন্তব্য করেন, "সাহস ভাল, দুঃসাহস ভাল না। যদি অন্য কোনও রাজ্যে দাঁড়িয়ে উনি এমন মন্তব্য করতেন তাহলে ওনার চড়-থাপ্পড় খাওয়ার সম্ভাবনা ছিল। শুধুমাত্র আমাদের রাজ্য বলে তিনি ছাড়া পেয়ে গেলেন।"

উত্তর কলকাতার টালাপার্কে একটি প্রচার সভায় বক্তব্য রাখতে উঠে মমতার হুঙ্কার, "আমার রাজ্যে দাঁড়িয়ে এধরণের কথা বলার উনি কে? আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় এবং তা আমার এক্তিয়ারে রয়েছে।" তৃণমূলকে হারানোর জন্য কংগ্রেস, সিপিএম, বিজেপির গোপন আঁতাত হয়েছে বলেও অভিযোগ তোলেন মমতা। এমনকী মোদীর টাকার ক্ষমতার জোরে ৯০ শতাংশ মিডিয়া হাউজ বিক্রি হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এপ্রসঙ্গে মমতার অভিযোগ, এটা অত্যন্ত দুঃখের একইসঙ্গে নজিরবিহীন ঘটনা। যে ৯০ শতাংশ মিডিয়া হাউজই মোদীর কাছে বিক্রি হয়ে গিয়েছে। মোদীর তালে নাচছে মিডিয়াগুলি। একটা দিন আসবে যখন কীভাবে মিডিয়া হাউজগুলি বিক্রি হয়ে গেল তার তদন্ত হবে।

এদিন আরও একবার তৃণমূলের পক্ষে সওয়াল করে মমতা বলেন, "তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের পর তৃতীয় বৃহত্তম দল হিসাবে উঠে আসবে। আর এক বছরের মধ্যে সোম থেকে শুক্র বাংলায় থাকব আমি, আর বাকি দিন ভারতে ঘুরব, এবং বিজেপি কংগ্রেসকে পিছনে ফেলে তৃণমূল এক নম্বর দল হবে।"

মোদীর পাশাপাশি এদিন কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী সোমেন মিত্রের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকসভা নির্বাচনের জন্য আমার কাছে আসন ভিক্ষা চান তিনি। আমি দিয়েছিলাম। গত পাঁচ বছর ধরে সমস্ত সুযোগ-সুবিধা উপভোগ করে তিনি এখন বলছেন তিনি কংগ্রেসের। আমি এই ধরণের মানুষের নাম মুখেও আনতে চাই না বলে মন্তব্য করেন মমতা।

English summary
Narendra Modi would have been slapped in another state: Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X