For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের ত্রাণ নিয়ে 'মন কী বাত' -অনুষ্ঠানে দেশবাসীকে কোন বার্তা দিলেন মোদী

কেরলের বিধ্বংসী বন্যারপর এদিন প্রথমবার 'মন কী বাত ' অনুষ্ঠানে জাতীর উদ্দেশে বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

কেরলের বিধ্বংসী বন্যারপর এদিন প্রথমবার 'মন কী বাত ' অনুষ্ঠানে জাতীর উদ্দেশে বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাখি পূর্ণিমার দিন নরেন্দ্র মোদীর এই ভাষণে ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা। দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়ে তিনি একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

রাখিতে সম্প্রিতীর বার্তা জানিয়ে মোদী যা বললেন মন কী বাত অনুষ্ঠানে

  • অনুষ্ঠানের শুরুতেই দেশবাসীকে রাখীর শুভেচ্ছা বার্তা জানান নরেন্দ্র মোদী।
  • মহারাষ্ট্রে আসন্ন দহি-হাণ্ডি উৎসব উপলক্ষ্যে নিয়েও এদিন প্রসঙ্গ তোলের প্রধানমন্ত্রী। তিনি আসন্ন জন্মাষ্টমী উপলক্ষ্যে এদিন সকলকে শুভেচ্ছা জানান।
  • পাশাপাশি সংস্কৃত পঠন পাঠনে উৎসাহ দান করেন প্রধানমন্ত্রী। উল্লেখ করেন তামিল ভাষায় রচিত বিভিন্ন আদি নথিরও।
  • মোদীর এদিনের বক্তব্যে ফের একবার উঠে আসে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহরী বাজপেয়ীর প্রসঙ্গ।
  • কেরলের বিধ্বংসী বন্যা প্রসঙ্গে মোদী বলেন, গোটা দেশ রয়েছে কেরলের পাশে। পাশাপাশি দেশের যেসমস্ত অংশ আপাতত প্রাকৃতিক দুর্যোগের কবলে রয়েছে , সেই সমস্ত রাজ্যের পাশেও রয়েছে দেশ।
  • কেরলের বন্যা দুর্গতদের সাহায্যে যেভাবে এনডিআরএফ এগিয়ে এসেছে তার ভূয়সী প্রশংসা করেন মোদী।
  • পাশাপাশি সংসদে বর্ষা অধিবেশন নিয়েও এদিন বক্তব্য রাখেন মোদী। তিনি বলেন, গোটা দেশের সামনে বর্ষা অধিবেশন একটি সামাজিক ন্যায়বিচারের পক্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্রিমিনাল অ্যাক্ট সংস্কারের মাধ্যমে এই নজির গড়েছে সংসদ।

[আরও পড়ুন: রাহুলের দলের বিধায়কের চড় মোদীর দলের কর্মীকে! ভিডিও হল ভাইরাল][আরও পড়ুন: রাহুলের দলের বিধায়কের চড় মোদীর দলের কর্মীকে! ভিডিও হল ভাইরাল]

[আরও পড়ুন: শহিদ ভাইয়ের উদ্দেশে আজও এভাবে রাখি উৎসব পালন করেন বোন][আরও পড়ুন: শহিদ ভাইয়ের উদ্দেশে আজও এভাবে রাখি উৎসব পালন করেন বোন]

[আরও পড়ুন: রাখি বন্ধনের আহ্বান 'ভাই' মোদীর কাছে! দেশে অত্যাচার নিয়ে আওয়াজ তুলুন, আবেদন 'বোন' করিমার][আরও পড়ুন: রাখি বন্ধনের আহ্বান 'ভাই' মোদীর কাছে! দেশে অত্যাচার নিয়ে আওয়াজ তুলুন, আবেদন 'বোন' করিমার]

English summary
Narendra Modi wishes on Rakshan bandhan on'Mann Ki Baat' .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X