For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধী জয়ন্তী উদযাপনে সবরমতী আশ্রমে যাচ্ছেন মোদী, ঘোষণা করবেন নতুন কিছু

গান্ধী জয়ন্তী উদযাপনে আগামিকাল গুজরাটে সবরমতী আশ্রমে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবছর গান্ধীজির ১৫০ তম জন্মদিন, সেকারণেই প্রস্তুিত একটু বেশি।

Google Oneindia Bengali News

গান্ধী জয়ন্তী উদযাপনে আগামিকাল গুজরাটে সবরমতী আশ্রমে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবছর গান্ধীজির ১৫০ তম জন্মদিন, সেকারণেই প্রস্তুিত একটু বেশি। আয়োজনও করা হয়েছে বিশেষ ভাবে। সকাল থেকেই গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সকালেই তিনি পৌঁছে যাবেন সবরমতী আশ্রমে। সেখান গান্ধীতির স্মৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটি বিশেষ ঘোষণাও করবেন। গত পাঁচ বছর ধরে স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যে জানান দিত মোদী এখান থেকে প্রকাশ্যে শৌচকর্ম মূক্ত দেশ হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
সেজন্য আজই সন্ধ্যে ৬টা নাগাদ আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান গুজরাট বিজেপির পদস্থ নেতারা।

গান্ধী জয়ন্তী উদযাপনে সবরমতী আশ্রমে যাচ্ছেন মোদী, ঘোষণা করবেন নতুন কিছু

আগামিকাল সবরমতী আশ্রমে এলাহি আয়োজন করা হয়েছে। প্রায় ২০,০০০ গ্রামবাসীর উপস্থিত থাকার কথা সেখানে। এছাড়াও থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। হাইকোর্টের বিচারপতিরা, গান্ধী ইনস্টিটিউটের গবেষকরা, পদ্ম সম্মান পাওয়া বিশষ্টরা, শিক্ষাবিদরা এবং গ্রামাঞ্চলের সাফাইকর্মীরা। সেখান থেকেই এই ঐতিহাসিক ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। তার আগে সবরমতীতে সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। এদিন পূর্ব ঘোষণা মতো এদিনে গোটা দেশে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের জিনিস।

English summary
Narendra Modi will visit the Sabarmati Ashram here on Gandhi birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X