কড়া নাড়ছে চতুর্থ ঢেউ, করোনা পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গবেষকরা চতুর্থ ঢেউয়ের কথা বলছেন। এই পরিস্থিতিতে দেশের সব মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। আজই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। রাজধানী দিল্লিতে বিশেষ করে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে দিনে ১২০০ ছাড়িয়ে গিয়েছে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু রাজধানী দিল্লি নয় সংক্রমণ বাড়ছে অন্যান্য রাজ্যেও। গবেষকরা দাবি করেছেন জুন মাসেই দেশে আছড়ে পড়বে করোনার চতুর্থ ওয়েভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরিস্থিতির দিকে নজর রেখেছেন। আগেই তিনি দেশবাসীকে এই নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি।

বুধবার দুপুর ১২টা নাগাদ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দিক থেকে দুই নেতা দুই মেরুতে অবস্থান করলেও রাজ্যের স্বার্থে এক মঞ্চে আসছেন তাঁরা। সূত্রের খবর এই বৈঠকে করোনার চতুর্থ ওয়েভ মোকাবিলার সবরকম প্রস্তুতি নেওয়া নিয়ে পর্যালোচনা করা হবে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল সহ একাধিক রাজ্যকে সতর্ক করেছে মোদী সরকার। দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশের একাধিক জায়গায় মাস্ক বিধি কড়া করা হয়েছে। দিল্লিতে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে।
করোনার চতুর্থ ঢেউয়ের ধাক্কা সামলাতে দিল্লি সরকার বুস্টার ডোজ বিনামূল্যে দিতে শুরু করেছে। আবার ৬ থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের করোনা টিকার অনুমোদন দিয়েছে ভারত বায়োটেক। চতুর্থ ওয়েভে শিশুদের করোনা সংক্রমণ বেশি হবে বলে মনে করা হচ্ছে। সেকারণে শিশুদের সুরক্ষিত রাখতেই মোদী সরকার শিশুদের করোনা টিকা নিয়ে তৎপর হয়ে উঠেছিল। অবশেষে তা হাতে পাওয়া গিয়েছে। শিশুদের দ্রুত টিকাকরণ করতে পারলে অনেকটাই রোধ করা যাবে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ।