For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোট মন্ত্রিসভা চান নরেন্দ্র মোদী, যুক্ত করা হতে পারে একাধিক মন্ত্রক

Google Oneindia Bengali News

ছোট মন্ত্রিসভা চান নরেন্দ্র মোদী, যুক্ত করা হতে পারে একাধিক মন্ত্রক
নয়াদিল্লি, ২৬ মে : বিশাল আকারের মন্ত্রিসভা চান না নয়া প্রধানমন্ত্রী। পূর্বসূরী মনমোহন সিংয়ের মন্ত্রিসভার তুলনায় স্থূল আয়তনের মন্ত্রিসভাই পছন্দ ভারতের পঞ্চাশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের আগে এমনটাই জানিয়েছেন মোদী।

সরকারি সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় 'ন্যূনতম সরকার এবং সুউচ্চ শাসন' এই নীতিই অবলম্বন করেছেন। একইসঙ্গে কাজের সংস্কৃতি এবং শাসন পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য বদ্ধপরিকর।

নরেন্দ্র মোদী যেহেতু বড় আকারের মন্ত্রিসভা চান না , তাই স্বভাবতই বেশ কয়েকটি মন্ত্রককে যুক্ত করে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, পরিবহন মন্ত্রকের সঙ্গে ভূতল পরিবহণ, জাহাজ, মেট্রো, বুলেট ট্রেন এমনকী রেলমন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও যুক্ত করে দেওয়া হতে পারে।

অন্য এক সূত্রের খবর অনুয়ায়ী, অনাবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রক পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যুক্ত করে দেওয়া হতে পারে, আবার গ্রামোন্নয়ণ মন্ত্রকের সঙ্গে পঞ্চায়েত রাজ মন্ত্রককে যুক্ত করে দেওয়া হতে পারে, সামাজিক ন্যায় এবং আদিবাসী বিষয়ক দফতরের সঙ্গে যুক্ত করা হতে পারে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আভ্যন্তরীন নিরাপত্তাকে আলাদা করে দেওয়া হতে পারে বলেও জল্পনা তুঙ্গ।

মন্ত্রিসভা আকারে ছোট হওয়ার কথা জানালেও মন্ত্রিসভা গঠন এবং কোন কোন মেতা মন্ত্রিসভায় থাকবেন সে বিষয়ে আপতত গোপনীয়তা বজায় রেখেই চলছেন মোদী। আজ প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই সম্ভবত মন্ত্রীদের নামের তালিকা পৌছতে পারে রাষ্ট্রপতির কাছে।

নরেন্দ্র মোদীর অফিসের সরকারি বিবৃতি অনুযায়ী, বিভিন্ন মন্ত্রীর মধ্যে এককেন্দ্রমুখ কর্মকান্ডের দিকেই লক্ষ্য থাকবে, যেখানে গুচ্ছ কয়েকজন মন্ত্রীর নেতৃত্বে থাকবেন একজন ক্যাবিনেট মন্ত্রী। নরেন্দ্র মোদী চান 'স্মার্ট সরকার ও শাসনব্যবস্থা', আর তার জন্য, সরকারের উচ্চস্তর হবে ন্যূনতম, এবং তার বিস্তৃতি হবে তৃণমূল স্তর পর্যন্ত।

শুরুটা ভাল হওয়ার জন্য বিভিন্ন দফতরের মধ্য সমন্বয় প্রয়োজন, এর ফলে পদ্ধতিতে গতি আনা সম্ভব হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

English summary
Narendra Modi will have smaller cabinet, merged ministries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X