
করোনার বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে হবে স্বাধীনতা দিবসেই, মন কি বাতে আহ্বান মোদীর
পাকিস্তানের বিশ্বাসঘাতকতাকে যোগ্য জবাব দিয়ে আমরা জয় ছিনিয়ে এনেছিলাম। তাহলে করোনা নামক ভাইরাসের বিরুদ্ধে আমরা কেন জিততে পারব না। রবিবার 'মনের কথা'য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি জনগণকে অনুরোধ করছি, ১৫ অগাস্ট স্বাধীনতার দিন করোনা ভাইরাস থেকে মুক্তির সংকল্প গ্রহণ করুন।

‘মন কি বাতে’ আত্মনির্ভর ভারত
‘মন কি বাতে' এদিন নরেন্দ্র মোদী বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে। এই আত্মনির্ভর ভারত থেকে নতুন কিছু শিখতে এবং শেখাতেও হবে। আমাদের সেই দায়িত্ব পালন করার জন্য দৃঢ়সংকল্প হতে হবে। তবেই আমরা করোনাকে হারাতে সক্ষম হবে। আমাদের সক্ষম হতেই হবে।

এখন সাধারণ পরিবার থেকেও যুবকরা এগিয়ে আসছেন
প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন খেলাধুলা বা অন্যান্য জগতে বেশিরভাগ লোকেরা হয় বড় শহর বা বিখ্যাত পরিবার বা সুপরিচিত স্কুল বা কলেজের হতেন। এখন গ্রাম, ছোট শহর এবং সাধারণ পরিবার থেকে যুবকরা এগিয়ে আসছেন। এটাই আমাদের আত্মনির্ভরতার প্রতীক। সাহস করে সবাই এগিয়ে আসছেন।

উৎসব উদযাপনের আনন্দ বাড়াতে করোনা জয়
‘মন কি বাতে' প্রধানমন্ত্রী আরও বলেন, উৎসব উদযাপনের আনন্দ বৃদ্ধি পায় যখন এটি আমাদের সমাজে, আমাদের আশেপাশের লোকদের ব্যবসায়ের প্রসার ঘটায় এবং এটি তাদের জন্য একটি আনন্দ উৎসবে পরিণত করতে সহায়তা করে। আর তা করতে গেলে করোনাকে হারাতে হবে। আমরা সবাই মিলে করোনাকে হারাব। তিনি বলেন, রক্ষাবন্ধন এগিয়ে আসছে। আমি দেখেছি যে অনেক লোক এবং সংস্থা বিভিন্নভাবে উৎসবটি উদযাপন করার উদ্যোগ নিতে চলছে।

করোনা আবহে উৎসাহ-উদ্দীপনার বার্তা
এদিন করোনার সঙ্গে লড়াইয়ে উৎসাহের বার্তাও দিয়েছেন মোদী। তিনি করোনা আবহে অনেকেরই কৃতিত্ব সামনে তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম অনন্তনাগের পুর সভাপতি মহম্মদ ইকবাল। তিনি মাত্র ৫০ হাজার টাকা ব্যয়ে একটি স্প্রেয়ার মেশিন তৈরি করেছিলেন। সারা দেশ থেকে এমন অনেক অনুপ্রেরণামূলক গল্প রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃত সেনানি যাঁরা
মোদী আরও বলেন, গেন্ডারবালের চৌতলিওয়ার জাইতুনা বেগম সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তাঁর পঞ্চায়েত কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করবে। এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, তিনি তা করে চলেছেন। করোনার মহামারী চলাকালীন জম্মুর ত্রেয়া সরপঞ্চে বলবীর কৌর তাঁর পঞ্চায়েতে ৩০ বেডের কোয়ারেন্টাইন তৈরি করেছিলেন।

বহু এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে, আমাদের সতর্ক থাকতে হবে
লাদাখ থেকে কচ্ছের উদাহারণ দিয়ে মন কি বাতে কৃষকদের উৎসাহ বৃদ্ধি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংক্রমণের মধ্যেই দেশের কৃষিকাজে উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়েছি, তবে করোনাভাইরাসের হুমকি এখনও শেষ হয়নি। এটি বহু এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে, আমাদের সতর্ক থাকতে হবে।

মাস্ক পরে কষ্ট হলে চিকিৎসকদের কথা ভাবুন
মোদী মন কি বাতে বলেন, মাস্ক পরে কষ্ট হলে চিকিৎসকদের কথা ভাবুন। তাঁরা সর্বদা মাস্ক পরে, কিট পরে গ্লাভস পরে মানুষের সেবা করে চলেছেন। সুস্থ করে তিলছেন করোনা আক্রান্তদের। তাই তো সুস্থতার হার অনেক বেশি অন্য সব দেশের তুলনায়। করোনায় অন্য দেশের থেকে আমাদের মৃত্যু হারও কম। তাই সতর্ক হন। মাস্ক লাগান, দূরত্ব বজায় রাখুন। তাহলে এই যুদ্ধ আমরা জিতবই।

আবার জিতব, ঠিক যেমন কার্গিল যুদ্ধ আমরা জিতেছিলাম
এদিন কার্গিলে শহিদদের শ্রদ্ধা প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখন করোনা হানা দিয়েছে। করোনার সঙ্গে লড়াই চলছে। এই লড়াইও আমরা জিতব। ঠিক যেমন কার্গিল যুদ্ধ আমরা জিতেছিলাম। ভারত লাখো দেশবাসীর জীবন বাঁচাতে সফল হয়েছিল। যেভাবে জয় এসেছিল সেনার মনোবলে। অটলবিহারী বাজপেয়ীর যোগ্য নেতৃ্ত্বে পাকিস্তান জবাব পেয়েছিল, এখন করোনার বিরুদ্ধে জয় চিনিয়ে আনতে হবে আমাদের।

মন কি বাতে মোদীর কথা সফল ছাত্রছাত্রীদের সঙ্গে
কার্গিল বিজয় দিবসে মোদীর মন কি বাতে মোদী কথা বলেন, তামিলনাড়ুর নামক্কলের কনিকার সঙ্গে। কথা বলেন উত্তরপ্রদেশের অমরোহার উসমান সইফের সঙ্গেও। কেরলের এর্নাকুলামের বিনায়ক, হরিয়ানার পানীপনের কৃতিকা নান্দলকেও অবিনন্দন জানান চমৎকার ফলের জন্য। দেশের বুকে এবার বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফল করার জন্য ছাত্রছাত্রীদের প্রেরণা দান করেন মোদী।
Recommended Video

'পাকিস্তান পিঠে ছুরি মারার চেষ্টা করেছিল ভারত বন্ধুত্বের হাত বাড়াতেই', কার্গিল দিবসে মোদীর শক্তিশেল