For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীর ধন্যবাদ জ্ঞাপন নীরব মোদীকে ! ট্রোলের বন্যা টুইটারে, আসল ঘটনা কী

ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত ফেরার হীরে ব্যবসায়ী নীরব মোদীকে টুইটারে ধন্যবাদ জ্ঞাপন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর! এই ঘটনা ঘিরো তেলপাড় সোশ্যাল মিডিয়া।

Google Oneindia Bengali News

ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত ফেরার হীরে ব্যবসায়ী নীরব মোদীকে টুইটারে ধন্যবাদ জ্ঞাপন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর! এই ঘটনা ঘিরো তেলপাড় সোশ্যাল মিডিয়া। শুরু হয়ে গিয়েছে ট্রোলের বন্যা। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ঘটনা ঘিরে কিছুটা ব্যাকফুটে মোদী শিবির। ঘটনা ঘিরে বাড়তে থাকে বিভ্রান্তি। দেখে নেওয়া যাক আসলে কী ঘটেছিল।

 প্রচারে বিপত্তি!

প্রচারে বিপত্তি!

নরেন্দ্র মোদীর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে 'ম্য়ায় ভি চৌকিদার' প্রচার চলছিল। আর দেখা যায়, গতকাল এই প্রচার চলাকলীন একাধিক ভুয়ো অ্যাকাউন্টে ট্যাগ হয়ে যায় নরেন্দ্র মোদীর টুইটগুলি। নীরব মোদী থেকে লালু প্রসাদের নামে তৈরি বিভিন্ন ভুয়ো ও ফ্যানবেস প্রোফাইলে ট্যাগ হতে থাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে করা টুইট।

নীরবকে কোন বার্তা?

মোদীর অ্যাকাউন্ট থেকে নীরব মোদর প্রতি বার্তায় দেখা যায়, লেখা রয়েছে , 'প্রিয় নীরব তোমাকে ধন্যবাদ, ম্য়ায় ভি চৌকিদার মুভমেন্টকে আরো পোক্ত করার জন্য।..' পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লেখা থাকে, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে গোটা লড়াইয়ে নীরব মোদীর সহযোগিতার জন্য় ধন্য়বাদ। এরপরই টুইটারে ট্রোল শুরু হয়। শুধু তাই নয় ট্যাগ করা হয় ধ্রুব রাঠেকেও!

মোদীর মূল টুইট!

এক টুইট বার্তায় মোদী সকলকে আহ্বান জানান দুর্নীতি, নোংরা, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াইয়ে। আর সেই কাজে তিনি নিজেও যে ব্রতী তাও জানান নিজেকে 'চৌকিদার' এর তকমা দিয়ে। এরপরই মোদীর ভেরিফায়েড অ্য়াকাউন্ট থেকে একের পর এক অটোমেটেড টুইট যেতে থাকে বিভিন্ন ফেক প্রোফাইল ট্যাগ করে।

নীরব মোদীর ভুয়ো অ্যাকাউন্টের জবাব!


নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টের টুইট বিভ্রাটের পর, এদিন নীরব মোদীর ভুয়ো অ্যাকাউন্ট থেকে বার্তা আসে, 'তাহলে কি আমি ঋণ মাফ হয়ে গিয়েছে ধরে নেব? ' উল্লেখ্য়, মনে করা হচ্ছে এই ঘটনার নেপথ্য়ে কোনও ষড়যন্ত্র রয়েছে, যা ভোট ময়দানের সাইবার যুদ্ধে ২০১৯ সালে অত্য়ন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে।

English summary
Narendra Modi Twitter handle tags fake Nirav Modi,gets trolled.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X