For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জয় ও পরাজয় জীবনের অবিচ্ছেদ অঙ্গ', টুইট বার্তায় আর কি বললেন নরেন্দ্র মোদী

মঙ্গলবার ভোটের ফল প্রকাশের উন্মাদনার সঙ্গে-সঙ্গে গড়িয়েছে সময়ের কাঁটা। সমানে প্রতিক্রিয়া-ও এসেছে তাবড়-তাবড় রাজনীতিকদের।

Google Oneindia Bengali News

মঙ্গলবার ভোটের ফল প্রকাশের উন্মাদনার সঙ্গে-সঙ্গে গড়িয়েছে সময়ের কাঁটা। সমানে প্রতিক্রিয়া-ও এসেছে তাবড়-তাবড় রাজনীতিকদের। এরমধ্যে দুপুরে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সূত্রে জানা যায় বিকেলে দলের সদর কার্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই সাংবাদিক বৈঠক করে বার্তা দেবেন। কিন্তু, সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে কোনও নিশ্চিত খবর ছিল না। সংসদ ভবনে শীতকালীন অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন মোদী। কিন্তু, তারপর তাঁর দেখা পাওয়া যায়নি।

জয় ও পরাজয় জীবনের অবিচ্ছেদ অঙ্গ, টুইট বার্তায় আর কি বললেন নরেন্দ্র মোদী

অবশেষে মঙ্গলবার রাত নয়টার পরে টুইট-এ এল নরেন্দ্র মোদীর বার্তা। ৫ রাজ্যে দলের বিপর্যয় নিয়ে টুইট বার্তায় দিলেন স্বভাবসিদ্ধ প্রতিক্রিয়া। ৬ মিনিটের ব্যবধানে করলেন তিনটি টুইট। আর তাতেই জানিয়ে দিলেন ৫ রাজ্যের গণনা নিয়ে তাঁর মনোভাব।

প্রথম টুইটে নরেন্দ্র মোদী লিখেছেন, 'জনতা-জনার্দনের রায় মানবিকতার সঙ্গেই গ্রহণ করছি। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের মানুষরা যেভাবে আমাদের কাজ করার সুযোগ দিয়ে রাজ্যকে সেবা করতে দিয়েছেন তাতে তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই রাজ্যগুলিতে বিজেপি সরকার দিনরাত অক্লান্তভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছে।'

এরপরের টুইটে নরেন্দ্র মোদী কংগ্রেসকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তেলেঙ্গানায় নিরঙ্কুশ আধিপত্য রেখে জয়ের জন্য চন্দ্রশেখর রাও-কে 'কেসিআর গারু' বলে সম্বোধন করে যেমন অভিনন্দন জানিয়েছেন তেমনি, মিজোরমে অসামান্য জয়ের জন্য মিজো ন্য়াশনাল ফ্রন্ট-কেও শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

তৃতীয় টুইটে নরেন্দ্র মোদী আবার দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে বার্তা রেখেছেন। এই টুইট-এ তিনি লিখেছেন, 'রাজ্যগুলির নির্বাচনের জন্য বিজেপি কর্মীরা দিন-রাত কাজ করেছেন, এঁদের এই হাড়ভাঙা পরিশ্রমের জন্য আমি স্যালুট করছি। জয় ও হার জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আজকের হার আমাদের আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করবে এবং সেইসঙ্গে উন্নত ভারত গড়ার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে।'

প্রধানমন্ত্রীর এই টুইটের আগেই অবশ্য সন্ধ্যা লাগার কিছু পরেই কংগ্রেসের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধী। আর সেখানেই তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদীকে একবার নিশানা করেন।

English summary
All were waiting for Narendra Modi's reaction. But, even in the evening that did not come and some BJP party workers disheartened. At last Modi tweets his reaction in series of tweets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X