For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ বিগ্রেডে নরেন্দ্র মোদীর জনসভা

Google Oneindia Bengali News

আজ বিগ্রেডে নরেন্দ্র মোদীর জনসভা
কলকাতা. ৫ ফেব্রুয়ারি : দেশজুড়ে 'নমো' ঝড়ে সবাই কুপোকাৎ হলেও পশ্চিমবাংলায় যে অবস্থান বেশ অনেকটাই নড়বড়ে তা জানে খোদ বিজেপি নেতৃত্বই। তাই বাংলায় সমর্থন পেতে বিজেপির একমাত্র ভরসা এখন মোদীই। আজ বিগ্রেডে মোদীর জনসভার দিকেই তাই তাকিয়ে রয়েছে দল।

বাংলার লাল রং মুছে এখন সবুজ হয়েছে। কিছুদিন আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই দলের হয়ে নির্বাচনী অভিযানের সূচনার করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর জনসভাও হবে সেই একই জায়গায়। ভিড় পাঁচ লক্ষ পেরোবে বলেই আশা বিজেপি শীর্ষ নেতৃত্বের।

পশ্চিমবঙ্গে বিজেপির ট্র্যাক রেকর্ড একেবারেই আশাপ্রদ নয়। ১৯৯৮ সালে এখান থেকে একটা আসন পেয়েছিল। ১৯৯৯ সালে আসন সংখ্যা দ্বিগুণ হয় অর্থাৎ বেড়ে ২ হয়। ২০০৯ সালে নির্বাচনে বিজেপি কোনওমতে দার্জিলিং থেকে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে যশবন্ত সিং একটি আসন দখল করতে সমর্থ হন।

এহেন পরিস্থিতিতে বাংলায় মোদী জাদু কতটা কার্যকর হবে তার আভাস পাওয়া যাবে আজকের জনসভা থেকেই।

English summary
Narendra Modi to address rally in Kolkata today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X