For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ বাংলা যখন পাখির চোখ বিজেপির, ‘প্রধানমন্ত্রী’ নেতাজি সুভাষ হাতিয়ার মোদীর

ত্রিপুরা জয়ের পরই বাংলাকে টার্গেট করেছিল বিজেপি। স্লোগান তুলেছিল- এবার বাংলা পারলে সামলা। সেই স্লোগান যে নেহাতই ফ্লুক নয়, বিজেপি যে বাংলাকে সত্যিই টার্গেট করেছে বিজেপির নয়া কর্মকাণ্ডে তা প্রকাশ পেল

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা জয়ের পরই বাংলাকে টার্গেট করেছিল বিজেপি। স্লোগান তুলেছিল- এবার বাংলা পারলে সামলা। সেই স্লোগান যে নেহাতই ফ্লুক নয়, বিজেপি যে বাংলাকে সত্যিই টার্গেট করেছে বিজেপির নয়া কর্মকাণ্ডে তা প্রকাশ পেয়ে গেল। এবার পশ্চিমবঙ্গকে টার্গেট করতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি।

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবসে মোদী

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবসে মোদী

আগামী ২১ অক্টোবর আজাদ হিন্দ ফৌজের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস। ওইদিন নয়াদিল্লিতে একটি সংগ্রহশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লাতেও এই মর্মে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে হাজির থাকার কথা কেন্দ্রের একাধিক নেতামন্ত্রীর। থাকবেন আজাদ হিন্দ ফৌজের সদস্যরাও। উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত সেনা-কর্তারাও।

ভারতীয় ভূখণ্ডে প্রথম পতাকা, ৭৫ বর্ষপূর্তি

ভারতীয় ভূখণ্ডে প্রথম পতাকা, ৭৫ বর্ষপূর্তি

আন্দামানে শুধু দিল্লিতে বা লালকেল্লায় অনুষ্ঠান করেই ক্ষান্ত থাকবেন না নরেন্দ্র মোদী। তিনি আজাদ হিন্দ ফৌজের পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানেও যাবেন। আন্দামানে ৩০ ডিসেম্বর সেই অনুষ্ঠান হবে। ১৯৪৩ সালে ভারতীয় ভূখণ্ডে প্রথম পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওইদিন আন্দামানে পতাকা উত্তোলন করবেন মোদী।

১৫০ ফুট পতাকা তুলবেন মোদী

১৫০ ফুট পতাকা তুলবেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ভূখণ্ডে প্রথম পতাকা উত্তোলনের স্মৃতিতে ১৫০ ফুট উঁচু পতাকা তুলবেন মোদী। ওইদিনই নেতাজি স্মরণে একটি ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবেন সেলুলার জেলেও। মোট কথা বাংলা দখলের লক্ষ্যে এবার মোক্ষম অস্ত্র হানতে চলেছেন মোদী।

নেতাজি আবেগে বাংলা জয়ের লক্ষ্য

নেতাজি আবেগে বাংলা জয়ের লক্ষ্য

নেতাজি নিয়ে এখনও বাঙালি আবেগ রয়েছে। সেই আবেগকেই কাজে লাগাতে চাইছে বিজেপি। বিজেপির মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আবেগ কাজে লাগাতে প্রথম থেকেই বদ্ধপরিকর। ২০১৯-এর আগে আরও একবার তিনি নেতাজি আবেগকে সামনে আনতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে তাই মোদী ব্রিগেডের হাতিয়ার নেতাজি সুভাষ।

English summary
Narendra Modi targets Bengal in Loksabha Election 2019 on image of Netaji. Prime Minister will participate Ajad Hind’s program,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X