For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে প্রবেশ নিয়ে কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ মোদীর

প্রিয়াঙ্কা গান্ধী প্রসঙ্গে মুখ খুলে কংগ্রেসকে কড়া আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছেন। লোকসভা নির্বাচনে তিনি বড় ভূমিকা নেবেন বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গেই মুখ খুলে কংগ্রেসকে কড়া আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, যেখানে অন্যদের কাছে দলই পরিবার, সেখানে কংগ্রেসের কাছে পরিবারই দল হয়ে উঠেছে।

প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে প্রবেশ নিয়ে কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ মোদীর

প্রধানমন্ত্রী বলেন, বিজেপিতে এভাবে কোনওদিনও সিদ্ধান্ত নেওয়া হয় না যেখানে একটি পরিবারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

মোদী দাবি করেন, বিজেপিই একমাত্র দল যারা গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে। বিজেপি কর্মীদের দল। এটা দেশকে সমর্পিত। এটাই গেরুয়া শিবিরের সংষ্কৃতি বলে তিনি দাবি করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, বাংলায় একনায়কতন্ত্র চলছে। বাংলায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হতে দেওয়া হচ্ছে না। কারণ তাঁরা জানেন, নির্বাচন হয়ে তৃণমূল পরাজিত হবে।

[আরও পড়ুন: প্রিয়াঙ্কা আসায় সুবিধাই হবে, মুচকি হেসে কী অঙ্ক কষছে বিজেপি][আরও পড়ুন: প্রিয়াঙ্কা আসায় সুবিধাই হবে, মুচকি হেসে কী অঙ্ক কষছে বিজেপি]

এদিন প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশ নিয়ে বিজেপি প্রতিক্রিয়া জানিয়েছে। দলের তরফে মুখপাত্র সম্বিত পাত্র জানান, রাহুল গান্ধী ফেল করেছেন। ফলে প্রিয়াঙ্কাকে রাজনীতির ময়দানে নামাতে হয়েছে কংগ্রেসকে। বিজেপির কটাক্ষ, উত্তরপ্রদেশে কংগ্রেসকে মহাজোটের পক্ষে কেউ চাইছে না। ফলে রাহুলের পরিবারের সদস্য হিসাবে তাকে সামলাতে প্রিয়াঙ্কাকে আসরে নামতে হয়েছে।

[আরও পড়ুন:দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে ][আরও পড়ুন:দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে ]

সম্বিত পাত্র কটাক্ষ করে বলেন, প্রিয়াঙ্কাকে রাজনীতিতে নামিয়ে কংগ্রেস শেষ অবধি জনসমক্ষে স্বীকার করল যে রাহুল গান্ধী ফেল করেছেন। তাঁর এগিয়ে চলার জন্য পরিবারের সমর্থন প্রয়োজন। একইসঙ্গে তাঁর অভিযোগ, গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস কিছু ভাবতেই পারে না। সেই বার্তাই ফের একবার পরিষ্কার হল। বিজেপিতে পার্টিই পরিবার। আর কংগ্রেসে পরিবারই পার্টি। সব নির্বাচন হয় একটাই পরিবার থেকে।

[আরও পড়ুন:তৃণমূল ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন, চূড়ান্ত চ্যালেঞ্জ মুকুল রায়ের][আরও পড়ুন:তৃণমূল ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন, চূড়ান্ত চ্যালেঞ্জ মুকুল রায়ের]

English summary
Narendra Modi takes a veiled dig at Priyanka Gandhi Vadra and Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X