For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গলরাজ থেকে সাবধান, দ্বারভাঙায় ভোট প্রচারে তেজস্বীকে খোঁচা মোদীর

জঙ্গলরাজ থেকে সাবধান, দ্বারভাঙায় ভোট প্রচারে তেজস্বীকে খোঁচা মোদীর

Google Oneindia Bengali News

একদিকে যখন চলছে বিহারে প্রথম দফার বিধানসভা ভোট। ঠিক তখনই বিহারের দ্বারভাঙায় দ্বিতীয় দফার প্রচারে হাজির হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন তিনি। সরাসরি আরজেডিকে খোঁচা িদয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা বিহারে জঙ্গলরাজ তৈরি করেছিল তাঁদের থেকে সাবধান। পরোক্ষে তেজস্বীদের বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দ্বারভাঙায় প্রচারে মোদী

দ্বারভাঙায় প্রচারে মোদী

বিহারের দ্বারভাঙায় প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে চলছে ৭১টি আসনে ভোট গ্রহণ। প্রথম দফার ভোটগ্রহণই বাকি দফার দিক নির্দেশ করবে বলে সকালেই দাবি করেছিলেন তেজস্বী। দ্বারভাঙায় দ্বিতীয় দফার প্রচারে এসে তাই একের পর এক মহাজোটের বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরজেডিকে আক্রমণ

আরজেডিকে আক্রমণ

দ্বারভাঙায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরজেডির বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছেন। তিনি বিহারের ভোটারদের বলেছেন যাঁরা রাজ্যে জঙ্গলরাজ তৈরি করেছিল তাঁদের থেকে সাবধান। লালুর রাজত্বকে বিহারে জঙ্গলরাজ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তেজস্বীকে জঙ্গলরাজের যুবরাজ বলেও কটাক্ষ করেছেন তিনি। যদিও এবার প্রচারে জনতা টানতে এনডিএ জোটের থেকে অনেকটাই এগিয়ে তেজস্বী।

বিহারের আত্মনির্ভরতার জন্য ভোট চাইলেন মোদী

বিহারের আত্মনির্ভরতার জন্য ভোট চাইলেন মোদী

আত্মনির্ভর ভারতের মতো আত্মনির্ভর বিহার গড়ে তুলতেই এনডিএ জোটকে ভোট দিন। আপনার একটি ভোট বিহারকে আত্মনির্ভরতা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।একই সঙ্গে অযোধ্যায় রাম মন্দির তৈরি করে বিজেপি প্রতিশ্রুতি পূরণ করেছে বলেও জিগির তুলেছেন তিনি। বিহাের উন্নয়নের স্বার্থেই ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদীর ভোট প্রতিশ্রুতি

মোদীর ভোট প্রতিশ্রুতি

দ্বারভাঙার সভা থেকে বিহারে সফট ওয়্যার পার্ক তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিহারের যুবকদের কর্মসংস্থানের জন্য এই সফট ওয়্যার পার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। গত কয়েকমাসে কর্মসংস্থান নিয়েই বিরোধীরা নীতীশ সরকারের বিরুদ্ধে অস্ত্রে শান দিয়ে চলেছে।

শীঘ্রই দেশের মাটিতে পা রাখতে চলেছে আরও ১৬টি রাফাল, জানুন যুদ্ধবিমানগুলির 'ল্যান্ডিং ডেট'শীঘ্রই দেশের মাটিতে পা রাখতে চলেছে আরও ১৬টি রাফাল, জানুন যুদ্ধবিমানগুলির 'ল্যান্ডিং ডেট'

English summary
Narendra Modi slam RJD over Jangal Raj in Darbhanga campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X