নিজের হাতে পরিবেশন করে শিশুদের খাবার খাওয়ালেন মোদী, ভাইরাল হল ভিডিও
বারবারই ভিন্ন ভিন্ন মেজাজে তিনি নিজেকে জনগণের সামনে মেলে ধরেন। আসলে ছকে বাঁধা জীবন একদমই না পসন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে কখনও তাঁকে দেখা যায় ইন্ডিয়া গেটের সামনে অগুণিত মানুষের সঙ্গে যোগাভ্যাস করতে। আবার কখনও দেখা যায় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে। সম্প্রতি দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শেষে ছোট-ছোট ছেলে মেয়েদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। এমনকী কারোর কারোর আব্দার মেটাতে তোলেন সেলফি। এহেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ধরা দিলেন একটু ভিন্ন মেজাজে। আর ক্যামেরাবন্দি হওয়া এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে খাবার পরিবেশন করতে।

বৃন্দাবনে সোমবার ২০ জন ছেলে-মেয়েকে নিজের হাতে খাবার পরিবেশন করেন প্রধানমন্ত্রী। পাত পেড়ে সকলকে খাওয়ান। এই বিশেষ অনুষ্ঠানে আবার বুঁফে- কাউন্টারও ছিল। সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট-ছোট ছেলে-মেয়েদের খাবার পরিবেশন করতেও দেখা যায়। তাঁর সঙ্গে এই বিশেষে অনুষ্ঠানে অংশ নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল রাম নায়েক-ও।
#WATCH: Prime Minister Narendra Modi, CM Yogi Adityanath and Governor Ram Naik serve food to children at "3rd billionth meal" by Akshaya Patra Foundation(works with govt on mid-day meal schemes) in Vrindavan. PM Modi interacts with the students & feeds a student with a spoon pic.twitter.com/itE5LSqQnE
— ANI UP (@ANINewsUP) February 11, 2019
অক্ষয় পাত্র ফাউন্ডেশন-এর এই উদ্যোগে যে তিনি সামিল হচ্ছেন তা বৃন্দাবনে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের খাবার খাওয়ানোর এই উদ্যোগ বহুদিন ধরেই চালিয়ে আসছে অক্ষয় পাত্র ফউন্ডেশন। সোমবার তাঁদের এই খাবার খাওয়ানোর সংখ্যাটা ১৭ লক্ষ-এ পৌঁছলো। নরেন্দ্র মোদী জানান, তিনি ২০ জন ছেলে-মেয়ে যারা পিছিয়ে পড়া পরিবার থেকে এসেছে, তাদের জন্য খাবার পরিবেশন করবেন। পরে সেই খাবার পরিবেশনের ভিডিও প্রদাধানমন্ত্রী নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোড করেন।
Prime Minsiter Narendra Modi, CM Yogi Adityanath and Governor Ram Naik serve food to children in Vrindavan pic.twitter.com/WyJGfxkjpW
— ANI UP (@ANINewsUP) February 11, 2019
[আরও পড়ুন:দিল্লিতে মঞ্চ বেঁধে একদিনের ধরনায় চন্দ্রবাবু, ওড়ালেন প্রায় ২ কোটি টাকা ]
বৃন্দাবনের চন্দ্রদোয়া মন্দির ক্য়াম্পাসে এই ক্যান্টিনের আয়োজন করানো হয়েছিল। অনুষ্ঠানে পৌঁছানোর আগে মোদী জানান, 'ভাবা যায় অক্ষয় পাত্র ফাউন্ডেশন রোজ সমাজের ৩ বিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয়।' অক্ষয় পাত্র ফাউন্ডেশন ব্যাঙ্গালোরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যারা প্রায় দুই দশক ধরে পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে ক্যান্টিনের আয়োজন করে আসছে। ১৫০০০ ছেলে-মেয়ে-র মুখে খাবার তুলে দেওয়া থেকে যাত্রা শুরু অক্ষয় পাত্র ফাউন্ডেশনের। বর্তমানে তারা ১৭ লক্ষ ছেলে-মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছে। ১২ রাজ্য়ে ১৪,৭০২টি স্কুলে তাদের এই ক্যান্টিন খুলে রেখেছে অক্ষয় পাত্র ফাউন্ডেশন। ২০১৬ সালে একদিনে তারা ৪ বিলিয়ন মিলের ব্যবস্থা করেছিল। যে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
[আরও পডুন:'আত্মবিশ্বাসী' বিজেপির দখলে ২০১৯-এর নির্বাচনে কত আসন! উপহাসের পাত্র মুখ্যমন্ত্রী]
[আরও পড়ুুন: তৃণমূল বিধায়ক নৃশংস খুন, বিক্ষোভ-অবরোধে স্তব্ধ হয়ে গেল রেল-সড়ক, পথে মতুয়ারাও]