For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভবিষ্যৎ ভারতের নতুন সংজ্ঞা দিলেন মোদী, মাস্ক হবে সভ্য সমাজের এক প্রতীক

ভবিষ্যৎ ভারতের নতুন সংজ্ঞা দিলেন মোদী, মাস্ক হবে সভ্য সমাজের এক প্রতীক

Google Oneindia Bengali News

'মন কি বাত'-এ এক নতুন ধারণার জন্ম দিলেন নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের এই লকডাউনে মনের কথায় তিনি বললেন, করোনার বিরুদ্ধে এই লড়াই বদলে দেবে সমাজ। পরিবেশ-পরিস্থিতিরও বদল আসবে। ভবিয্যতের ভারতে সভ্যতার এক নতুন সংজ্ঞা দেবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লকডাউনে সংযমের এই বাতাবরণ।

ভবিষ্যতে মাস্ক হবে সভ্য সমাজের প্রতীক

ভবিষ্যতে মাস্ক হবে সভ্য সমাজের প্রতীক

মোদী বলেন, বেটার লেট দ্যান নেভার। করোনা সংক্রমণ রুখতে এটাই মন্ত্র করে এগোতে হবে। মাস্ক পড়তে হবে সবাইকে। নিজেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। ভবিষ্যতে মাস্ক হবে সভ্য সমাজের প্রতীক। ধারণা বদলে যাবে ভারতবাসীর। করোনার লড়াই-ই এই ধারণা বদলে দেবে।

অভ্যাসেই বদলে যাবে পরিস্থিতি

অভ্যাসেই বদলে যাবে পরিস্থিতি

মোদী মন কি বাত অনুষ্ঠানে বলেন, করোনাকে হারাতে মাস্ক পড়তে হবে সবাইকে। নিজেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। সেই কাজে মাস্ক জরুরি। সেইসঙ্গে বজায় রাখতে হবে দূরত্ব। দু-গজ দূরে থাকার অভ্যাসেই বদলে যাবে পরিস্থিতি। নতুন ভারত করোনাজয়ী হয়ে নতুন পরিবেশ স্থাপন করবে।

সম্মিলিত লড়াইয়ে দেশ আরও শক্তিশালী

সম্মিলিত লড়াইয়ে দেশ আরও শক্তিশালী

মোদী বলেন, দেশবাসীর এই সম্মিলিত লড়াই দেশকে আরও শক্তিশালী করে তুলেছে। দেশবাসী দেশের শির উন্নত করে তুলেছে। ভারতবাসী এক হয়ে মানবতারক্ষায় এই কাজ করে চলেছেন। গোটা দেশ লড়ছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা সামনে থেকে এই লড়াই লড়ছেন। জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন। পুলিশকর্মী ও ব্যাঙ্ককর্মীরা লাগাতার কাজ করে চলেছেন। দেশকে নেতৃত্ব দিচ্ছেন করোনা-যুদ্ধে।

দেশ দেখিয়েছে সংকল্প শক্তি কত বড়!

দেশ দেখিয়েছে সংকল্প শক্তি কত বড়!

মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী বলেন, কেন্দ্র ও রাজ্য মিলেমিশে কাজ করছে। দেশবাসী দেখিয়ে দিয়েছেন, সংকল্প শক্তি কত বড়। তাই আমরা করোনা সংক্রমণকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছি। মোদী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে সাধারণ মানুষকে নগদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, রেশন দেওয়া হয়েছে। রাজ্য সরকারও সক্রিয় ভূমিকা নিয়েছে। রাজ্য তথা স্থানীয় প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়।

ভারতের একতাতেই নতুন দিনের পরিবর্তনের সূচনা

ভারতের একতাতেই নতুন দিনের পরিবর্তনের সূচনা

মোদীর কথায়, ভারত যে একতা দেখিয়েছে, তাতে নতুন দিনের পরিবর্তনের সূচনা হয়েছে। দেশ একটা টিম হয়ে কাজ করছে। কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, কিংবা কোনও সংস্থা-এক হয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, কোভিড ১৯-এর বিরুদ্ধে ভারতের লড়াই জনগণচালিত। "আমাদের দেশের লোকজন প্রশাসনের সাথে এই যুদ্ধ লড়ছে। আমরা দারিদ্র্যের বিরুদ্ধেও লড়াই করছি। আমি গর্বিত যে আমরা সকলেই এর অংশ নিচ্ছি।

ভারতবাসীর এই লড়াইকে কুর্নিশ মোদীর

ভারতবাসীর এই লড়াইকে কুর্নিশ মোদীর

মোদী বলেন, আমরা সকলেই এই লড়াইয়ে সৈনিক। ১৩০ কোটি ভারতবাসীর এই লড়াইকে কুর্নিশ জানান তিনি। তিনি বলেন, ভবিষ্যতে করোনা নিয়ে কিছু লেখা হলে, সেই বিশ্ব ইতিহাসে ভারতের এই লড়াইয়ের কথা অমর-অক্ষরে লেখা থাকবে। থালি-তালিই দেশকে এক হতে শিখিয়েছে। করেনা লকডাউনে রেশন ব্যবস্থা, লকডাউন পালন সব কিছুতেই এক দেশ এক প্রাণ।

রমজান মাস সংযমের সঙ্গে পালন করার বার্তা

রমজান মাস সংযমের সঙ্গে পালন করার বার্তা

এদিন রমজান মাস সংযমের সঙ্গে পালন করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত রমাজান মাস পালনের সময় কেউ ভাবেননি পরবর্তী রমজান মাসে এমন অবস্থা হতে পারে। এখন কঠিন সময়। করোনার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে গোটা বিশ্বকে। এই সময় রমজান মাস পালন করুন নিষ্ঠার সঙ্গে বাড়িতে থেকে। আরও সংযমী হোন সবাই।

পাণ্ডবদের মতো অক্ষয়লাভের দিশা দিলেন মোদী, করোনাকে হারানোর মন্ত্র 'মন কি বাত’-এপাণ্ডবদের মতো অক্ষয়লাভের দিশা দিলেন মোদী, করোনাকে হারানোর মন্ত্র 'মন কি বাত’-এ

English summary
Narendra Modi says mask will be a symbol of civilized society in India. He gives new definition of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X