For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিনেশনে নজির ভারতের, ওমিক্রন নিয়ে ভারতেও গবেষণা চলছে বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী

অন্যান্য দেশের তুলনায় ভারত করোনা নিয়ন্ত্রনে অনেক বেশি সাফল্য পেয়েছে। ১৪০ কোটি টিকারনের মাইলস্টোন পাড় করা প্রত্যেক ভারতীয়ের কাছেই গর্বের। বছর শেষে আজ রবিবার মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই

  • |
Google Oneindia Bengali News

অন্যান্য দেশের তুলনায় ভারত করোনা নিয়ন্ত্রনে অনেক বেশি সাফল্য পেয়েছে। ১৪০ কোটি টিকারনের মাইলস্টোন পাড় করা প্রত্যেক ভারতীয়ের কাছেই গর্বের। বছর শেষে আজ রবিবার মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই অনুষ্ঠান থেকে ওমিক্রন নিয়ে একদিকে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভ্যাকসিনেশনে নজির ভারতের

অন্যদিকে আবার ভ্যাকসিনেশন নিয়ে স্বস্তি বার্তাও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে কুন্নার ভেঙে পড়া কপ্টার দুর্ঘটনার কথাও এদিন মন কি বাতে দেশের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ প্রধানমন্ত্রী ভ্যাকসিনের কথা তুলে ধরা পড়ার পাশাপাশি ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, করোনার নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে সংক্রমণ ছড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে সবাই আমাদের সুস্থ থাকতে হবে। তবে ওমিক্রন নিয়ে ভারতের গবেষকরাও ঝাঁপিয়ে পড়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ক্রমাগত ওমিক্রন নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। প্রত্যেকদিন ডেটা জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। তাঁদের কথা মতোই সবকিছু চলছে বলে জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষকে সাবধানতা অবিলম্বন করার বার্তা দেন তিনি।

উল্লেখ্য গোটা বিশ্বেই ওমিক্রন এখন আতঙ্কের কেন্দ্রবিন্দু। একের পর এক দেশে মারাত্বক গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। যা ক্রমশ আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে ইউরোপে প্রত্যেকদিন করোনায় এক লক্ষ করে মানুষ আক্রান্ত হচ্ছেন। সেদিনে তাকিয়ে অনেক জায়গাতেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ভারতেও যেখানে ওমিক্রন ছড়াচ্ছে সেখানে কেন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে শনিবার বড়দিনের সন্ধায় একের পর এক বড় ঘোষণা করেন। বাচ্চাদের জন্যে ভ্যাকসিন এবং বুস্টার ডোজ।

প্রধানমন্ত্রীর কথা মতো পরিস্থিতি বিচার করে বুস্টার ডোজ দেওয়া হবে।৬০ বছরের বেশি বয়সীদের যাদের কো-মর্বিডিটি রয়েছে তাদের চিকিৎসকদের পরামর্শ মেনে বুস্টার ডোজের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদেরও এই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে আগামী বছরের ৩ জানুয়ারি সোমবার থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী নাগরিকদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে টিকাকরণ অভিযান শুরু হবে। অন্যদিকে এদিন বায়ুসেনা আধিকারিক প্রয়াত বরুণ সিংয়ের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের মৃত্যু হলেও প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করেন বায়ুসেনার এই জাবাজ অফিসার। তাঁর এই চিঠিকে সামনে এনে পড়ুয়াদের অনুপ্রানিত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী।

English summary
Narendra Modi says India achievement unprecedented feat in vaccination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X