এত মানুষ বিয়ে করেছেন, দেশে অর্থনৈতিক মন্দা কোথায়! মোদীর মন্ত্রীর মোক্ষম যুক্তি
দেশে অর্থনৈতিক মন্দার অভিযোগ প্রত্যাখ্যান করে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, দেশে কোনও অর্থনৈতিক মন্দা নেই। তাহলে বলিউডের চলচ্চিত্রগুলির বক্স অফিস হিট হত না। এবার তাঁর সহকর্মী তথা নরেন্দ্র মোদী মন্ত্রিসভার আরও এক মন্ত্রী দেশের অর্থনৈতিক মন্দাকে কার্যত উড়িয়ে দিলেন।

কেন্দ্রীয় বিমানমন্ত্রী সুরেশ আঙ্গাদি অর্থনৈতিক মন্দার বিষয়টি অস্বীকার করে জানান, বিমানবন্দর পরিপূর্ণ এবং ট্রেনগুলিও ভর্তি। তারপর এলাকার মানুষ বিয়ে করছে। এইসব ঘটনাই প্রমাণ করছে দেশে এখন অর্থনৈতিক মন্দা নেই।
অর্থনীতির মন্দা নিয়ে বিরোধীদের সমালোচনা করে রেল প্রতিমন্ত্রী বলেন, কিছু লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কিছু লোক নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নষ্ট করা ছাড়া আর কোনও কাজ খুঁজে পাচ্ছে না।
গত মাসে রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন যে গত কয়েক মাসের তুলনায় প্রায় সব খাতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় দেশে কোনও অর্থনৈতিক মন্দা হয়নি। তার যুক্তির সমর্থনে আইনমন্ত্রী তিনটি বলিউড সিনেমার বক্স অফিসের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সর্বদা সাধারণ মানুষের সংবেদনশীলতার জন্য যত্নবান।